ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ক্যাচ ধরে নিজেই আউট স্টোকস!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১৫ এপ্রিল ২০২১ | আপডেট: ১৬:৪২, ১৫ এপ্রিল ২০২১

বেন স্টোকস

বেন স্টোকস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থদশ আসর থেকে ছিটকে গেলেন রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ফিল্ডিং-এ ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুল ভেঙ্গে গেছে স্টোকসের।

পাঞ্জাব কিংস ইনিংসের ১০ম ওভারে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুল ভাঙ্গেন স্টোকস। তবে সেই ক্যাচটি সফলভাবেই ধরেছিলেন এই অলরাউন্ডার। এরপর ইনজুরির কারণে মাঠ থেকে বেরিয়ে যান স্টোকস।

পরে ইনজুরি নিয়ে ব্যাট হাতে রাজস্থানের ইনিংস শুরু করেন স্টোকস। ৩ বল খেলে রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি।

এদিকে, বেন স্টোকসের পরিবর্তে কাকে দলে নেবে রাজস্থান, তা এখনও জানায়নি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি