ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ক্যান্ডিতে পৌঁছে অনুশীলনে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ২০ এপ্রিল ২০২১

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে সোমবারই ক্যান্ডিতে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সিরিজের দু’টি ম্যাচই অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে দুইদলের মধ্যকার প্রথম টেস্টটি।

সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে আগামী ২৯ এপ্রিল, একই মাঠ ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এর আগে করোনার প্রার্দুভাবের কারণে দু-দু’বার বাংলাদেশ-শ্রীলংকার দুই ম্যাচের টেস্ট সিরিজটি পরিত্যক্ত হয়ে যায়। যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের অর্ন্তভুক্ত।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে একটি বার্তার মাধ্যমে টাইগারদের ক্যান্ডিতে পৌঁছানোর খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ।

গত ১২ এপ্রিল শ্রীলংকায় পৌঁছানোর পর নিগোম্বোতে বাধ্যতামূলক তিন দিনের রুম কোয়ারেন্টাইনে ছিলো বাংণাদেশ। রুম কোয়ারেন্টাইন শেষে নিজেদের মধ্যে দু’দিনের প্রস্তুতিমূলক ম্যাচও খেলেছে টাইগাররা। সেখানে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন ব্যাটসম্যানরা।

শ্রীলংকার বিপক্ষে প্রথম টেস্টের আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ ক্যান্ডিতে অনুশীলন করবে বাংলাদেশ দল। এদিনই প্রথম টেস্টের দল ঘোষণা করার কথা রয়েছে টিম ম্যানেজমেণ্টের।

টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল: মোমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহী, তাইজুল ইসলাম, নাজমুল হোসাইন শান্ত, মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী চৌধুরী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহিদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি