ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ক্যান্ডির প্রথম দিনটা বাংলাদেশের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৫, ২১ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

ক্যান্ডি টেস্টের প্রথম দিনটা বাংলাদেশের। ব্যাটসম্যানদের দৃঢ়তায় দিন শেষে দুই উইকেটে ৩০২ রান তুলেছে বাংলাদেশ। লঙ্কান বোলারদের হতাশায় ডুবিয়ে সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আরেক ওপেনার তামিম ইকবাল একশ’ বলে ৯০ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হলেও, বড় ইনিংসের পথে অধিনায়ক মুমিনুল।

পাল্লেকেলেতে টস জিতে ব্যাট করতে নেমে লাকমালের করা ইনিংসের প্রথম ওভারেই দুই বাউন্ডারিতে তামিম ইকবাল জানিয়ে দেন দিনটা বাংলাদেশের। অবশ্য পরের ওভারেই সাইফ হাসানকে হারিয়ে ধাক্কা খায় বাংলাদেশ। তবে সেই ক্ষতটি আর বড় হতে দেননি তামিম ও শান্ত। 

ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন তামিম। মাত্র ১০ রান দুরে থাকতে মনোযোগ হারান এই ওপেনার। ফার্নান্দোর অফ স্ট্যাম্পের বাইরের বলে ক্যাচ তুলে দেন স্লিপে লাহিরু থিরিমান্নের হাতে। 

তামিম ব্যর্থ হলেও ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন নাজমুল হোসেন শান্ত। ১২০ বলে পঞ্চাশ ছুঁয়ে বাঁহাতি এই ব্যাটসম্যান প্রায় একই তালে এগিয়ে সেঞ্চুরি করেন ২৩৫ বলে। তাকে দারুন সঙ্গ দিয়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ক্যাপ্টেন মুমিনুল হক। 

শেষ পর্যন্ত শান্ত ২৮৮ বলে ১২৬ রানে অপরাজিত আছেন। আর ৬৪ রানে অপরাজিত মুমিনুল। তাদের ব্যাটেই আরো বড় ইনিংসের স্বপ্ন টাইগারদের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওসাদা ফার্নেন্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনঞ্জয়া ডি সিলভা, পাথুন নিশানকা, নিরোশান ডিকভেলা, ওয়েইন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকলাম, বিশ্ব ফার্নেন্দো, লাহিরু কুমারা।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি