ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জিম্বাবুয়ের বিপক্ষে পাকিস্তানের কষ্টার্জিত জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৮, ২২ এপ্রিল ২০২১ | আপডেট: ০৮:৩০, ২২ এপ্রিল ২০২১

পঞ্চম ফিফটির পথে মোহাম্মদ রিজওয়ান

পঞ্চম ফিফটির পথে মোহাম্মদ রিজওয়ান

চলমান আফ্রিকা সফরটা বেশ দুর্দান্তই কাটছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকায় সাফল্যের পর এবার জিম্বাবুয়ের বিপক্ষেও জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১১ রানে হারিয়েছে বাবর আজমের দল। 

তবে শুরুতে অবশ্য স্বাগতিক দলই বেশ খানিকাটা চেপে ধরেছিল পাকিস্তানকে। হারারেতে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ৮ রানে অধিনায়ক বাবরকে হারানো দলটির হয়ে বিপর্যয় ঠেকান একমাত্র রিজওয়ানই। দলের পক্ষে যেখানে দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস ছিল সাকুল্যে ১৫ (দানিশ আজিজের ব্যাট থেকে), সেখানে রিজওয়ানের ৮২ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংসই দলীয় সংগ্রহকে নিয়ে যায় ১৪৯ রানে। নাহলে আরও ছোটো হতে পারতো পাকিস্তানের ইনিংস।

তবে সব কৃতিত্ব ওই রিজওয়ানেরই। সতীর্থরা যখন ক্রিজে থিতু হতেই পারছিলেন না, রিজওয়ান তখন ৬১ বলের মোকাবেলায় হাঁকান ১০টি চার ও ১টি ছক্কা। যাতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে দেড়শ ছোঁয়া সংগ্রহ পায় পাকিস্তান। জিম্বাবুয়ের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন লুক জংওয়ে ও ওয়েসলে মাধেভেরে।

জয়ের লক্ষ্যে খেলতে নেমেও পাকিস্তানকে ভড়কে দিয়ে চমক দেখায় জিম্বাবুয়ে। দলীয় প্রচেষ্টা সত্ত্বেও কেউ বড় কোনও ইনিংস না পাওয়ায় জিম্বাবুয়ে সাফল্যের মুখ দেখেনি অল্পের জন্য। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ দাঁড়ায় ১৩৮ রান। যাতে ১১ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাবর বাহিনী।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ক্রেইগ আরভিন, ২৩ বলের মোকাবেলায়। এছাড়া জংওয়ে অপরাজিত ৩০ এবং তিনাশে কামুনহুকামওয়ে ২৯ রান করেন। পাকিস্তানের পক্ষে উসমান কাদির তিনটি ও মোহাম্মদ হাসনাইন দুটি উইকেট শিকার করেন। 

তবে দুর্দান্ত ওই ইনিংসের জন্য ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার পান মোহাম্মদ রিজওয়ানই। দুদলের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে একই মাঠে আগামীকাল শুক্রবার বিকেল ৩টায়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি