ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাসেলের বিশ্বাস, ঘুরে দাঁড়াবে কেকেআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ২৪ এপ্রিল ২০২১ | আপডেট: ১১:০৮, ২৪ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

গত ম্যাচে খুব কাছে গিয়ে হেরে যায় কলকাতা নাইট রাইটার্স। ২২১ রান তাড়া করতে গিয়ে ২০২ রানে থেমে যায় শাহরুখের দল। ২২ বলে ৫৪ রান করে আন্দ্রে রাসেল আউট হলে পথ হারায় দলটি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ১৮ রানে হারলেও রাসেল মনে করেন, কেকেআর ফের ঘুরে দাঁড়াবে।

আজ (২৪ এপ্রিল) ওয়াংখেড়ে স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামার আগে সেই বার্তা দিলেন ‘দ্রে রাস’।

রাসেল বলেন, ‘কঠিন সময়ে আমরা সবাই একজোট আছি। দলের প্রত্যেকে ইতিবাচক মানসিকতা নিয়ে পরবর্তী ম্যাচের ব্যাপারে চিন্তা করছি। কারণ আমি জানি এই খারাপ সময় খুব দ্রুত কেটে যাবে।’

চেন্নাইর বিপক্ষে হারের পর দলের অধিনায়ক অইন মর্গ্যান বলেছিলেন, ‘রাসেল আউট হওয়ার পর ওর থেকে দূরে ছিলাম।’ 

সেই প্রসঙ্গে রাসেল বলেন, ‘আউট হলে যে কোনও ব্যাটসম্যানের মাথা গরম হয়ে যায়। আর সেই ম্যাচে তো মাথা আরও গরম হয়ে গিয়েছিল। নিজের উপর খুব রাগ হচ্ছিল। তবে খেলা শেষ হতেই খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। সাজঘরে গিয়ে সতীর্থদের সঙ্গে চোখ মেলাতে পারছিলাম না।’

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি