ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করুনার পর সেঞ্চুরি ধনাঞ্জয়ার, দিশেহারা বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৯, ২৪ এপ্রিল ২০২১

দুই সেঞ্চুরিম্যান দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা

দুই সেঞ্চুরিম্যান দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা

প্রায় আড়াই দিন ব্যাট করে ৫৪১ রানের বিশাল স্কোর গড়ে বাংলাদেশ। মোমিনুলদের রান পাহাড়ের জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সেঞ্চুরি পূরণ করেছেন স্বাগতিক অধিনায়ক দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। অন্যদিকে উইকেটের খোঁজে দিশেহারা বাংলাদেশের বোলাররা।

আগের দিনের ৩ উইকেটে ২২৯ রান নিয়ে আজ শনিবার ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দিনের ১২তম ওভারেই নিজের ১১তম টেস্ট শতক পূরণ করেন ৮৫ রান নিয়ে খেলতে নামা করুনারত্নে। তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে লঙ্কান অধিনায়ক বল খেলেন ২৪৭টি, চার মারেন ৮টি। 

অন্যপ্রান্তে ২৬ রান নিয়ে খেলতে নামা ধনাঞ্জয়া ডি সিলভাও সেঞ্চুরি পূরণ করেন লাঞ্চের পরেই। ১৫৩ বল খেলে ১৪টি চারের সাহায্যে নিজের সপ্তম টেস্ট শতকে পৌঁছান ধনাঞ্জয়া। এ দুজনের চতুর্থ উইকেট জুটিতে এখন পর্যন্ত রান এসেছে ১৯২টি। যাতে ৫০ ওভার ধরে উইকেটের খোঁজে সফরকারী বোলাররা।

এখন পর্যন্ত শ্রীলঙ্কার পড়া তিনটি উইকেট ভাগ করে নিয়ে সফল হয়েছেন মিরাজ, তাসকিন ও তাইজুল। অন্যদিকে ১৫ ও ১০ ওভার করে বল করেও উইকেটহীন এবাদত ও আবু জায়েদ।  

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি