ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শীর্ষে থাকার লড়াইয়ে কোহলী-ধোনি মুখোমুখি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ২৫ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

আইপিএলের ১৪তম আসরের পয়েন্ট টেবিলের এক এবং দুইয়ের লড়াই আজ রোববার। প্রথম ম্যাচ হেরে প্রতিযোগিতা শুরু করলেও আপাতত সামলে নিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি। পর পর কয়েকটি ম্যাচ জিতে যায় তারা। অন্যদিকে এখনও অপ্রতিরোধ্য বিরাট কোহলীরা। আজকের লড়াইয়ে কোহলীদের হারিয়ে শীর্ষে উঠে আসার সুযোগ রয়েছে ধোনিদের সামনে।

গত ম্যাচে দেবদত্ত পাডিক্কলের শতরান, কোহলীর ছন্দে ফেরা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আরও শক্তিশালী করেছে। এবি ডি ভিলিয়ার্স, গ্লেন ম্যাক্সওয়েলরা তো ফর্মেই আছেন। এবারের প্রতিযোগিতায় আরসিবি’র বোলিং আক্রমণও যথেষ্ট শক্তিশালী। হর্ষল প্যাটেল, সিরাজদের মতো বোলাররা ভরসা যোগাচ্ছেন অধিনায়ককে।

এদিকে ধোনির দলের ব্যাটিংয়ে ভরসা সুরেশ রায়না, ফ্যাফ ডু’প্লেসি, মইন আলিরা। অন্যদিকে বোলিংয়ে আশা জাগাচ্ছেন দীপক চাহার এবং লুঙ্গি এনগিডিরা।

আইপিএলের এবারের আসরে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রতিটি ম্যাচই জিতে নিয়েছে কোহলিরা। তাদের পয়েন্ট ৮। অন্যদিকে চার ম্যাচ খেলে তিনটিতে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। ধোনিদের পয়েন্ট ৬। 

ব্যাঙ্গালোর ও চেন্নাই এই দুই দল ২৬ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ১৬ বার জিতেছে চেন্নাই। তাই মুম্বাইয়ের মাঠে কোহলী যদিও চাইবেন জিতে ব্যবধান কমাতে এবং শীর্ষ স্থান ধরে রাখতে। 

বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে কোহলী-ধোনীর লড়াই।

এএইচ/

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি