ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তাসকিনের পর তাইজুলের হানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৮, ৩০ এপ্রিল ২০২১ | আপডেট: ১২:৩৮, ৩০ এপ্রিল ২০২১

জোড়া উইকেট নেয়ার পর সতীর্থদের সঙ্গে তাসকিনের উদযাপন।

জোড়া উইকেট নেয়ার পর সতীর্থদের সঙ্গে তাসকিনের উদযাপন।

গড়পড়তা মানের উইকেটের জন্য আগের ম্যাচেই ডিমেরিট পয়েন্ট পেয়েছে পাল্লেকেলের উইকেট। বোলারদের জন্য এই মাঠে কঠিন হয়ে যায়, সহজ স্বীকারোক্তি ছিল তাসকিন আহমেদের। সেই তাসকিনের জোড়া আঘাতেই সাজঘরে ফিরলেন লাহিরু থিরিমান্নে ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ। পরে ধনাঞ্জয়াকে ফেরান তাইজুল।

তার আগে অবশ্য ১৪০ রানের এক অনবদ্য ইনিংস খেলেন থিরিমান্নে। লিটন দাসের গ্লোভসবন্দী হওয়ার আগে তার ২৯৭ বলের ইনিংসে ছিল ১৫টি চারের মার। একইসঙ্গে ওশাদা ফার্নান্ডোর সঙ্গে গড়েন ২৪৬ বলে ১০৪ রানের আরেকটি শতাধিক রানের জুটি। যাতে ৩১৩ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।

এর এক ওভার পর এসেই ৫ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউজকে তুলে নেন তাসকিন। এবারও ওভারের প্রথম বলেই উইকেট নেন দীর্ঘদেহী এই পেসার। যাতে ৩১৯ রানেই তৃতীয় উইকেট পড়ল লঙ্কার। আর পরের ওভারেই ধনাঞ্জয়া ডি সিলভাকে (২) স্লিপে শান্তর ক্যাচ বানিয়ে ফেরান তাইজুল। যাতে ১৫ রানের ব্যবধানে দলের চতুর্থ উইকেট হারায় শ্রীলঙ্কা।

আজ দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা শেষে ১১৬ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ৩৩৪ রান। ফার্নান্ডো ৬৫ রানে এবং পাথুম নিসাঙ্কা শূন্য রানে ক্রিজে আছেন। 

এর আগে প্রথম দিনের শেষ সেশনে দীমুথ করুণারত্নেকে ১১৮ রানে ফেরান অভিষিক্ত পেসার শরিফুল ইসলাম। এরপর লাহিরু থিরিমান্নের অপরাজিত শতক ও ওশাদা ফার্নান্ডোর ব্যাটে ১ উইকেটে ২৯১ রান তুলে প্রথম দিন শেষ করে স্বাগতিকরা।

আজ দ্বিতীয় দিনের শুরুতেই নিজের চতুর্থ ফিফটি তুলে নেন ওশাদা। যাতে দলের স্কোর ৩০০ রান পার করে শ্রীলঙ্কা। স্বাগতিকদের প্রথম ইনিংস ঠিক কোথায় গিয়ে থামে সেটা সময় বলে দেবে। তবে তাদের লক্ষ্য ছয় শতাধিক রান। যেমনটি গতকাল ব্যক্ত করেছেন দলটির ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার। তবে আজ প্রথম সেশন শেষে তাদের যে অবস্থা, আর উজ্জীবিত টাইগার বোলারদের সামনে লঙ্কানদের সেই লক্ষ্য পূরণ হবে কিনা সেটা সময়ের অপেক্ষা।

প্রথম দিনের খেলা শেষে লঙ্কান ব্যাটিং কোচ গ্র্যান্ট ফ্লাওয়ার বলেন, ‘ছেলেদেরকে ইতিবাচক দেখতে পেরে খুব ভালো লাগছে। তারা রান রেটও বাড়িয়ে তুলছে। এমন উইকেটে আমরা ৬০০ রানেরও বেশি করতে চাই, যাতে প্রথম টেস্টে তারা যেভাবে আমাদের ওপর চাপ ফেলেছিল সেভাবে তাদের ওপর চাপ ফেলতে পারি। বলা যেতে পারে আগের ম্যাচের ঠিক উল্টোটা হবে। তারপর দেখা যাক এখান থেকে কী হয়।’ 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি