ফাওয়াদের রেকর্ডে পাকিস্তানের বড় লিড
প্রকাশিত : ১১:৫০, ১ মে ২০২১
ফাওয়াদ আলম
বড় ইনিংস খেললেই পৌঁছে যান তিন অঙ্কের ম্যাজিক ফিগারে, কেবলই অর্ধশতকে যে পোষায় না তার! ফাওয়াদ আলমের ক্ষেত্রে রসিকতা করে এমন কথা বলাই যায়। সুযোগ পেয়ে মাত্র ১০ টেস্টেই পাকিস্তানের অভিজ্ঞ এই ব্যাটসম্যান হাঁকিয়েছেন চারটি শতক, যেখানে নেই কোনও অর্ধশতক!
হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে শতক হাঁকিয়েও একটা রেকর্ড গড়ে ফেললেন ফাওয়াদ। এশিয়ান ক্রিকেটারদের মধ্যে তিনিই একমাত্র ব্যাটসম্যান, যার প্রথম চার অর্ধশতকই রূপ নিয়েছে তিন অঙ্কে। যাতে স্বভাবতই পরিসংখ্যান বইয়ে জায়গা করে নিয়েছেন এই পাকিস্তানি।
৭৩ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করা পাকিস্তান দিন শেষে লিড নিয়েছে ১৯৮ রানের। ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রান জড়ো করা সফরকারীরা আজ হাঁটবে বিশাল লিডের পথেই। ‘বড় লিড’ না বলে ‘বিশাল লিড’ বলা হচ্ছে। কারণ শতক হাঁকিয়ে ফাওয়াদ এখনও অপরাজিত। তার ব্যাটে ভর করে পাকিস্তান দেখছে ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্নও।
১৫৫ বল খেলে ১০৮ রান করে দ্বিতীয় দিন শেষ করা ফাওয়াদ হাঁকিয়েছেন ১৬টি চার। ১৮ বলে ২১ রান করে মারমুখী আচরণ প্রকাশ করা হাসান আলী ফাওয়াদের সাথে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন।
এর আগে প্রথম দিনেই অর্ধশতক তুলে নেওয়া আবিদ আলী দিনের শুরুতেই থামেন ব্যক্তিগত ৬০ রানে। ইমরান বাট শতকের খুব কাছে পৌঁছেও পারেননি, আউট হন ৯১ রানে। এছাড়া মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে আসে ৪৫ রান।
রান পাওয়া সতীর্থদের মাঝে বেমানান অধিনায়ক বাবর আজম ও ফাহিম আশরাফের দুই ইনিংস। দুইজনই সাজঘরে ফিরেছেন শূন্য রানে, এর মধ্যে বাবর তো ‘গোল্ডেন ডাক’। ক্যারিয়ারের প্রথম গোল্ডেন ডাকের দিনে বাবর ধরা পড়েছেন জিম্বাবুয়ের দুর্দান্ত পরিকল্পনায়।
জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট শিকার করেছেন ডোনাল্ড তিরিপানো। এর আগে প্রথম দিন দুই সেশনেই মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।
এনএস/