ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

১৭২০ ক্রিকেটারকে সহায়তা দিবে বিসিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ২ মে ২০২১

দেশের ১৭২০ জন পুরুষ ও নারী ক্রিকেটারকে মোট ২ কোটি টাকার আর্থিক সহায়তা দিবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সহায়তা পাওয়া ক্রিকেটারদের অধিকাংশই বিসিবির চুক্তির আওতার বাইরে রয়েছে।

শনিবার এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বিসিবির চুক্তিবদ্ধ নারী ক্রিকেটাররাও এই ২ কোটি টাকার আর্থিক সহায়তার মধ্যে থাকবেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসানের পরামর্শে এমন উদ্যোগ নিয়েছে বোর্ড। কোভিড-১৯ মহামারীর কারণে ঘরোয়া প্রতিযোগিতায় যেসব ক্রিকেটাররা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমন ১৪৩৩ জন পুরুষ ও ২৮৮ জন নারী খেলোয়াড়দের চিহ্নিত করা হয়েছে।

প্রণোদনার জন্য ঢাকা প্রিমিয়ার লিগ, ঢাকা প্রথম-দ্বিতীয় ও তৃতীয় বিভাগের লিগ, নারীদের জাতীয়, উদীয়মান এবং অনূর্ধ্ব-১৯ দল, নারীদের জাতীয় ক্রিকেট লিগ, প্রিমিয়ার বিভাগ এবং প্রথম বিভাগের লিগগুলো থেকে খেলোয়াড় নির্বাচন করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি