ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ৬ মে ২০২১

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

Ekushey Television Ltd.

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১৬ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এ উপলক্ষ্যে বুধবার (৫ মে) সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বাংলাদেশে এসে ১৭ ও ১৮ মে দু’দিনের কোয়ারেন্টাইনে থাকবে লঙ্কানরা। কোয়ারেন্টাইন শেষে অনুশীলন শুরু করবে শ্রীলঙ্কা। বিসিবি জাতীয় ক্রিকেট একাডেমিতে ১৯ ও ২০ মে অনুশীলন করবে তারা। ২১ মে বিকেএসপিতে সফরের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে লঙ্কানরা।

২৩ মে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা। ওয়ানডে সিরিজ শুরুর আগের দিনও অনুশীলন করবে সফরকারীরা।

সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। দিবা-রাত্রির সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

সিরিজ শেষে ২৯ মে বাংলাদেশ ছাড়বে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ। এই টুর্নামেন্টের মাধ্যমে ২০২৩ সালে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে দলগুলো।

সদ্যই শ্রীলঙ্কা সফর শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ দল। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হেরেছে টাইগাররা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি