ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া রিয়ালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ১০ মে ২০২১

স্প্যানিশ লা লিগায় শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেছে রিয়াল মাদ্রিদ। এর আগের ম্যাচে বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদের হাইভোল্টেজ ম্যাচটি ড্র হওয়ায় শীর্ষে যাওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু সেভিয়ার বিপক্ষে শেষ মুহূর্তের গোলে কোনমতে রক্ষা পেল জিনেদিন জিদানের দল।

রোববার রাতে আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এতে সেভিয়ার বিপক্ষে দুবার পিছিয়ে পড়ে জয় না পেলেও স্বস্তির এক পয়েন্ট পেল রিয়াল।

জিতলেই লা লিগার শিরোপা ভাগ্য হাতে নিতে পারত রিয়াল মাদ্রিদ। উল্টো আগের মতোই নির্ভর করতে হবে অ্যাতলেটিকো মাদ্রিদের হোঁচট খাওয়ার ওপর। সঙ্গে জিততে হবে নিজেদের বাকি সব ম্যাচও।

ম্যাচে প্রথম সুযোগেই জালে বল পাঠিয়েছিলেন বেনজেমা। তবে তাকে ক্রস বাড়ানো আলভারো ওদ্রিওসোলা বল ধরার সময় অফসাইডে ছিলেন। তবে ২২তম মিনিটে ফের্নান্দোর গোলে এগিয়ে যায় সেভিয়া। প্রথমার্ধে এই গোল আর পরিশোধ করতে পারেনি রিয়াল।

ম্যাচের ৬৭তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় রিয়াল। দারুণ পাসিং ফুটবলে গড়া আক্রমণে ক্রুসের পাস ডি-বক্সে ডান দিকে পেয়ে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন আগের মিনিটেই মদ্রিচের বদলি নামা আসেনসিও।

তবে ৭৫তম মিনিটে মাঠে চরম উত্তেজনা ছড়ায়। দারুণ এক প্রতি-আক্রমণে ডি-বক্সে ঢুকে পড়া বেনজেমাকে ফাউল করেন বোনো। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরে পাল্টে যায় সিদ্ধান্ত; আক্রমণের শুরুতে রিয়ালের ডি-বক্সে এদের মিলিতাওয়ের হাতে বল লেগেছিল। উল্টো পেনাল্টি পায় সেভিয়া।

সফল স্পট কিকে দলকে আবারও এগিয়ে নিতে কোনো ভুল করেননি রাকিতিচ। এদিকে, যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গোল পায় রিয়াল। ক্রুসের দূর থেকে নেওয়া শট ডিফেন্ডার দিয়েগো কার্লোসের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। এতে সমতায় ফিরে জিদানের দল। 

তবে শেষ মুহূর্তে অবশ্য জয়ও পেতেও পারতো শিরোপাধারীরা। কিন্তু কাসেমিরোর জোরালো দূরপাল্লার শট পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়।

লিগে ৩৫ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাতলেটিকো। রিয়াল ও বার্সেলোনার পয়েন্ট সমান ৭৫। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে দুইয়ে রিয়াল। ৭১ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে সেভিয়া।
এএইচ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি