ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হাজারতম ম্যাচে হারলেন সেরেনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১৪ মে ২০২১

সেরেনা উইলিউয়ামস

সেরেনা উইলিউয়ামস

ক্যারিয়ারের হাজারতম ম্যাচে হারলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তারকা সেরেনা উইলিয়ামস। ইতালিয়ান ওপেন টেনিসের ৩২তম রাউন্ডে হারের লজ্জা নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেন সেরেনা।

বুধবার ৪৪ নম্বরে থাকা আর্জেন্টিনার নাদিয়া পোদোরোস্কার কাছে ৬-৭ (৬/৮) ও ৫-৭ গেমে হারেন সেরেনা। হাজারতম ম্যাচে এটি ১৪৯তম হার সেরেনার। অন্যদিকে জয় ৮৫১টি।

এদিকে, রাউন্ড সিক্সটিনের ম্যাচে গতকাল ক্রোয়েশিয়ার পেত্রা মার্টিকের কাছে ৬-৩, ১-৬ ও ২-৬ গেমে হেরে বিদায় নেন সেরেনাকে হারানো নাদিয়া পোদোরোস্কা। 

আজ দুপুর ২টায় সেন্টার কোর্টে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে মার্কিন ৩১তম বাছাই জেসিকা পেগুলার মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ান তারকা মার্টিক। পরে সোয়া পাঁচটায় গ্রান্ড স্ট্যান্ড অ্যারেনায় বিশ্বের এক নম্বর বাছাই অ্যাশলেই বার্টির মুখোমুখি হবে আরেক আমেরিকান ৩৫তম বাছাই কোকো গফ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি