ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হালান্ডের জন্য মেসিকে বলি দিতে প্রস্তুত বার্সা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৫ মে ২০২১

আর্লিং ব্রট হালান্ড ও লিওনেল মেসি

আর্লিং ব্রট হালান্ড ও লিওনেল মেসি

যেভাবেই হোক, যেমন করেন হোক, আর্লিং ব্রট হালান্ডকে নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে বার্সেলোনা। বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ ফরোয়ার্ডকে পেতে প্রয়োজনে প্রাণ ভোমরা লিওনেল মেসিকে পর্যন্ত বিদায় জানাতে প্রস্তুত বার্সা প্রেসিডেন্ট জোয়ান লার্পোতা।

আগামী মাসেই ৩৪ বছরে পা রাখতে চলেছেন দলটির সবচেয়ে বড় তারকা মেসি। তাই বার্সা কর্তৃপক্ষ বিকল্প কিছু ভাবা শুরু করে দিয়েছে। এমনকি নরওয়ে জাতীয় দলের হয়ে খেলা ২০ বছর বয়সী তরুণ হালান্ডকে ঘিরে কাতালান দলটির ভবিষ্যৎ পরিকল্পনা সাজানোর চেষ্টা চলছে।

এদিকে, আগামী ৩০ জুন শেষ হচ্ছে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে বার্সেলোনার চুক্তি। এরই মধ্যে দুই পক্ষের আলোচনাও শুরু হয়ে গেছে। এ বছরেই ক্যাম্প ন্যু-এর দায়িত্ব নেয়া লাপোর্তা ভাবছেন, আগামী দিনে হালান্ডই হতে পারেন দলের প্রধান শক্তি।

ইএসপিএনের ভাষ্যমতে, ‘অতীত হওয়ার পথে মেসি। হালান্দই দলের ভবিষ্যৎ।’ বার্সার একটি সূত্র এসব তথ্য দিয়ে এমনটাই নিশ্চিত করেছে বলে দাবি ব্রিটিশ গণমাধ্যম দ্য সান-এর।

সম্প্রতি ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানায়, আর্থিক সংকটে ভুগছে বার্সা। স্প্যানিশ জায়ান্টদের ঋণের পরিমাণ দিন দিন বেড়েই চলছে। যার প্রভাব পড়েছে দলের পারফরম্যন্সেও।

এদিকে, জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড হালান্ডের মূল্য নির্ধারণ করে রেখেছে ১৮০ মিলিয়ন ইউরো। এমন পরিস্থিতিতে নরওয়ের এই তরুণকে দলে ভেড়াতে তাই নিজেদের ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড় মেসিকেও বিদায় জানাতে প্রস্তুত রয়েছে বার্সা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি