ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

অবশেষে জুটি বাঁধছেন মেসি-আগুয়েরো!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ১৫ মে ২০২১

প্রতিপক্ষ হিসেবে খেলা চলাকালীনই কথা বলেন মেসি ও আগুয়েরো।

প্রতিপক্ষ হিসেবে খেলা চলাকালীনই কথা বলেন মেসি ও আগুয়েরো।

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সাথে আর নতুন চুক্তিতে যাবেন না- এটা কিছুদিন আগেই জানিয়ে দিয়েছেন সার্জিও আগুয়েরো। বৃটিশ গণমাধ্যম দ্য সান এবং আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের দাবি অনুযায়ী এবার নতুন খবর হচ্ছে- মেসি সঙ্গে জুটি বাঁধতে অচিরেই বার্সায় যোগ দিচ্ছেন আর্জেন্টাইন এই তারকা।

চলতি বছরের মার্চের শেষ দিকে ম্যানচেস্টার ছাড়ার ঘোষণা দেন আগুয়েরো। এরপর থেকেই তাকে দলে ভেড়াতে হুলস্থুল কাণ্ড লাগিয়ে দেয় ইউরোপের বেশ কয়েকটা সেরা ক্লাব। যে দৌড়ে এগিয়ে ছিল টমাস টুখেলের চেলসি।

টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, ম্যানচেস্টার সিটি থেকে বার্সাতেই পাড়ি জমাতে যাচ্ছেন আগুয়েরো। কাতালান ক্লাবটির সাথে দুই বছরের চুক্তি করতে যাচ্ছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার। তবে আগামী ২৯ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে বিষয়টা প্রকাশ করা হবে না।

এদিকে, দ্য সান তাদের প্রতিবেদনে দাবি করে বলছে, সাপ্তাহিক দেড় লাখ পাউন্ডে আগুয়েরোর সাথে চুক্তি করেছে বার্সা। যেখানে সিটিতে সাপ্তাহিক আড়াই লাখ পাউন্ড পারিশ্রমিক পেতেন এই আর্জেন্টাইন। অর্থাৎ ৪০ শতাংশ কম বেতনে ক্যাম্প ন্যু-তে যাচ্ছেন সময়ের অন্যতম সেরা এই স্ট্রাইকার।

সার্জিও আগুয়েরো বার্সায় আসছেন মূলত বন্ধু মেসির জন্যই। জাতীয় দলের সতীর্থকে ক্লাবের সতীর্থ বানাতে তাই অর্থের বিষয়টা মাথায় আনছেন না আগুয়েরো।

এদিকে বার্সার সাথে মেসির চুক্তি দুই মাসও বাকি নেই। এখনও নতুন চুক্তিতে স্বাক্ষর করেননি আর্জেন্টাইন অধিনায়ক। বিষয়টা নিয়ে অবশ্য চিন্তিত নন বার্সা সভাপতি জোয়ান লাপোর্তা। তার দাবি, অন্য কোথাও নয়, মেসি থেকে যাবেন ক্যাম্প ন্যু-তেই।

বার্সার সাবেক সভাপতি জোসেফ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মেসির তিক্ততা নিয়ে সবাই অবগত। তবে লাপোর্তার সাথে সম্পর্ক পুরো ভিন্ন। এই আইনজীবী এবং রাজনীতিবিদের সাথে মেসির বোঝাপড়া খুবই ভালো। যে কারণে কিছুদিন আগের নির্বাচনে লাপোর্তা জয়ী হওয়ার পর সবচেয়ে বেশি খুশি হয়েছে কাতালান ক্লাবের মেসি ফ্যানরাই।

যদিও সম্প্রতি বরুশিয়া ডর্টমুন্ডের তরুণ ফরোয়ার্ড আর্লিং ব্রট হালান্ডকে বার্সেলোনা নিজেদের করে নিতে মরিয়া হয়ে উঠেছে- বলে গুঞ্জন উঠেছে। দ্য সান-এর দাবি মতে, ডর্টমুন্ড হালান্ডের মূল্য নির্ধারণ করে রেখেছে ১৮০ মিলিয়ন ইউরো। এমন পরিস্থিতিতে নরওয়ের এই তরুণকে দলে ভেড়াতে তাই নিজেদের ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড় মেসিকেও বিদায় জানাতে প্রস্তুত রয়েছে বার্সা!

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি