ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০ দল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১৬ মে ২০২১

২০২৪ সাল থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০ দলের। এমনটাই পরিকল্পনা করেছে আইসিসি। ২০২৮ সালের কমনওয়েলথ গেমস ও অলিম্পিকেও ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হতে পারে। 

যদিও এসব কিছু এখনই চূড়ান্ত হয়নি। তারপরও টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০ দলকে নিয়ে করার পরিকল্পনা আইসিসির।

২০২১ এবং ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে ১৬টি দল। ২০২১ সালের তুলনায় আরও চারটি দলকে পরের বিশ্বকাপে যুক্ত করার কথা ভাবছে আইসিসি।

যদিও বিভিন্ন বিশ্বকাপে বারবারই দলের সংখ্যা পরিবর্তন করেছে আইসিসি। ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে ১৪টি দল খেললেও ২০১৯ সালে ১০টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজন করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি