ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আটলান্টাকে হারিয়ে ইতালিয়ান জিতল জুভেন্টাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬, ২০ মে ২০২১

Ekushey Television Ltd.

হতাশায় মোড়ানো চলতি মৌসুমে অন্তত একটা লক্ষ্য পূরণ হলো ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের। আটলান্টাকে হারিয়ে দুই মৌসুম পর ইতালিয়ান কাপ জিতল তুরিনের বুড়িরা। ইতালির দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটি জুভেন্টাসের চতুর্দশ শিরোপা।

মাপেই স্টেডিয়ামে বুধবার ইতালিয়ান কাপের ফাইনালে আটলান্টার বিপক্ষে ২-১ গোলে জিতেছে আন্দ্রে পিরলোর দল। ৩১তম মিনিটে দেজান কুলুসেভস্কির গোলে এগিয়ে যাওয়ার পর ১০ মিনিট বাদেই সমতা টানেন রুসলান মালিনভস্কি। দ্বিতীয়ার্ধে খেলার ৭৩তম মিনিটে জুভেন্টাসের হয়ে জয়সূচক গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

যাতে চলতি মৌসুমে দ্বিতীয় শিরোপা জয় করে নেয় জুভেন্টাস। এর আগে জানুয়ারিতে নাপোলিকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপ জিতেছিল দলটি।

একের পর এক বাজে পারফরম্যান্সে টানা ৯ মৌসুম পর লিগ শিরোপা (সিরি-আ) হারানো জুভেন্টাস ম্যাচের শুরুতেই বেঁচে যায় বিপদ থেকে। তৃতীয় মিনিটে পালোমিনোর শট প্রতিহত হওয়ার দুই মিনিট পর লক্ষ্যভ্রষ্ট হয় কাছ থেকে নেয়া দুভান সাপাতার শটটিও।

বল দখলের পাশাপাশি এদিন আক্রমণেও আধিপত্য ধরে রাখে আটলান্টা। তবে খেলার ধারার বিপরীতেই ৩১তম মিনিটে এগিয়ে যায় জুভেন্টাস। রোনালদো ডি-বক্সে ঢুকলেও বাধার মুখে পারেননি বল ধরে রাখতে। প্রতিপক্ষও পারেনি বিপদমুক্ত করতে। সতীর্থের পা হয়ে বল পেয়ে দুর্দান্ত এক শট নেন কুলুসেভস্কি। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

তবে ৪১তম মিনিটেই অবশ্য সমতায় ফেরে আটলান্টা। ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোলরক্ষক বুফনকে পরাস্ত করেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনভস্কি। ১-১ সমতায় বিরতি থেকে ফিরে খেলার ধার বাড়ায় জুভেন্টাস। ৬০তম মিনিটে আবারও এগিয়ে যেতে পারতো তারা; চিয়েসার শট পোস্টে বাধা পায়। 

তবে ৭৩তম মিনিটে আর ব্যর্থ হননি ইতালিয়ান এই ফরোয়ার্ড। বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে কুলুসেভস্কিকে পাস দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন চিয়েসা। প্রথম গোলদাতা চোখের পলকে বাড়ান ফিরতি পাস, বল ধরে একটু এগিয়ে ‘ওয়ান-টু-ওয়ানে’ গোলরক্ষকে ফাঁকি দিয়ে জয়সূচক গোলটি করেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে আগেভাগে বিদায় নেয়া জুভেন্টাসের লিগের মুকুট ধরে রাখার স্বপ্নও শেষ হয় অনেক আগেই। তাই এই হারানোর মৌসুমে তারা লক্ষ্যস্থির করে ইতালিয়ান শিরোপা জয়ে। সঙ্গে শীর্ষ চারে থেকে সিরি-আ শেষ করার।

কঠিন সেই চ্যালেঞ্জ জয়ের আশায় শেষ রাউন্ডে রোববার বোলোগনার মাঠে খেলবে জুভেন্টাস। ৩৭ রাউন্ড শেষে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচ নম্বরে আছে দলটি। হেরে যাওয়া আটলান্টা আছে দুইয়ে, আর ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে যথারীতি ইন্টার মিলান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি