ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দুপুরেই প্রথম ওয়ানডে

জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৫, ২৩ মে ২০২১

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করতে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে তাই জয় দিয়েই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ ক্রিকেট দল।

দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে আইসিসি সুপার লীগের অংশ এ তিন ম্যাচ সিরিজের সবক’টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দুপুর ১টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোটর্স।

আইসিসি সুপার লিগে বাংলাদেশের শুরুটা ছিলো চমৎকার। গেল জানুয়ারিতে দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। নিজ মাঠে এটি ছিল টাইগারদের ষষ্ঠ দ্বিপাক্ষিক সিরিজ জয়। তবে পরের সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের সিরিজে উল্টো হোয়াইটওয়াশ হয় টাইগাররা।

বিদেশের মাটিতে এ পর্যন্ত খুব সংখ্যক ম্যাচই জিতেছে বাংলাদেশ। তাই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে যতটা সম্ভব পয়েন্ট সংগ্রহ করার সুযোগ থাকছে টাইগারদের। জয় দিয়ে শুরু করতে পারলে সিরিজ জয়ের পথটা মসৃণই হবে তামিম-সাকিবদের।

এখন পর্যন্ত ৬ ম্যাচে সমান ৩ জয় ও হারে ৩০ পয়েন্ট নিয়ে আইসিসি সুপার লিগের টেবিলে ষষ্ঠস্থানে অবস্থান করছে বাংলাদেশ। ৯ ম্যাচে ৪ জয় ও ৫ হারে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে ইংল্যান্ড। ৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের ১২তম স্থানে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিলো লঙ্কানরা।

সুপার লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় না থাকা সত্ত্বেও, তারুণ্য নির্ভর দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে শ্রীলঙ্কা। অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিমুথ করুনারত্নে ও লাহিরু থিরিমান্নের মতো অভিজ্ঞদের দলে ভেড়ায়নি তারা। নতুন অধিনায়ক কুশল পেরেরার অধীনে অবশ্য সিরিজে লড়াই করবে লঙ্কানরা।

তবে পূর্ণ শক্তির দল নিয়েই সিরিজ শুরু করছে বাংলাদেশ। দুই সিরিজ পর দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের দলে ছিলেন না সাকিব।

অনভিজ্ঞ একটি দল নিয়ে আসায় ধারণা করা হচ্ছে, টাইগারদের সাথে কোনও ম্যাচই তারা জিততে পারবে না শ্রীলঙ্কা। কারণ, ওয়ানডে ক্রিকেটে নিজেদের কন্ডিশনে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে বাংলাদেশের।

যদিও আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টিতে হারের লজ্জা এখন টাইগারদের। গেল চার মাসে শুধুমাত্র ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে টাইগাররা।

তাই আত্মতুষ্টিতে না ভুগে দলকে সতর্ক করে দিয়ে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল বলেন, শ্রীলঙ্কা দলে বড় তারকা না থাকলেও, অবমূল্যায়ন করার কোনও সুযোগ নেই।

প্রথম ওয়ানডের আগে তামিম বলেন, ‘অবশ্যই অভিজ্ঞতা অনেক বড় কিছু। কিন্তু নির্ধারিত দিনে আপনাকে পারফর্ম করতেই হবে। কারণ অভিজ্ঞতার কারণে খেলাটি সেই পর্যায়ে নিয়ে যেতে পারবেন।’

তিনি আরও বলেন, ‘আমরা এর আগেও শ্রীলঙ্কার বিপক্ষে বহুবার খেলেছি এবং আমরা জানি, এটি সহজ হবে না। তাদের হারাতে আমাদের শতভাগ দিতে হবে।’

তামিম এটিও বলেছেন, দলের সেরা তারকা সাকিব আল হাসান তার পছন্দের ব্যাটিং অর্ডার তিন নম্বরেই খেলবেন। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বরে ব্যাট হাতে নেমে মাত্র ৮ ম্যাচে ৬০৬ রান করেছিলেন সাকিব। সর্বশেষ দু’টি সিরিজে তিন নম্বরে ব্যাট করেছিলেন নাজমুল হোসাইন শান্ত। এবারের সিরিজ থেকে বাদ পড়েছেন এই বাঁহাতি।

তামিম বলেন, ‘সাকিব যদি বিশ্বকাপের ব্যাটিং পারফর্ম আবারও প্রদর্শন করতে পারে, তবে আমি সবচেয়ে বেশি সুখী মানুষ হবো। তবে আমরা সকলেই জানি যে, ঐ সময় সে কি ব্যতিক্রমী ছিল এবং প্রতি ম্যাচেই আপনি এটি করতে পারবেন না। তাই সে যদি এটি না করতে পারেন তবে কোনও অভিযোগ থাকবে না। আমি উদ্বিগ্ন হবো না।’

এদিকে, এই সিরিজের মাধ্যমে শ্রীলঙ্কার সাথে জয়-পরাজয়ের ব্যবধান কমানোর সুযোগও পাচ্ছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, দ্বিপাক্ষিক মোকাবেলায় বাংলাদেশের চেয়ে এগিয়ে শ্রীলঙ্কাই। এই ফরম্যাটে ৪৮ ম্যাচে ৩৯টিতে জিতেছে শ্রীলংকা। বাংলাদেশ জিতেছে মাত্র ৭টি ম্যাচ, পরিত্যক্ত হয় বাকী দু’টি। মূলত ওয়ানডে ক্রিকেটে দাপট দেখানোর পর থেকেই শ্রীলঙ্কার বিপক্ষে সাত জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। এখন সুযোগ সেটা আরও বাড়িয়ে নেয়ার।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি