ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

লিটন-সৌম্যের জ্বলে ওঠার আশায় ডোমিঙ্গো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ২৩ মে ২০২১

লিটন দাস ও সৌম্য সরকার

লিটন দাস ও সৌম্য সরকার

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ দুপুরেই। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া এই সিরিজে লিটন দাস ও সৌম্য সরকার জ্বলে উঠবে বলে আশাবাদী বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো।

যদিও ইতোমধ্যে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন লিটন-সৌম্য। তবে ধারাবাহিক নয়, যা টিম ম্যানেজমেন্টের জন্য মাথা ব্যথার কারণ। তবে সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের অনুপস্থিতিতে তারা বাংলাদেশ দলকে লিড করবে, এমন বিশ্বাসও আছে।

লিটন-সৌম্যর উপর আস্থা রাখছেন কোচ ডোমিঙ্গোও। তিনি বলেন, ‘লিটনের প্রতি আমার অনেক বিশ্বাস আছে, একজন মানসম্পন্ন খেলোয়াড় সে। তবে তার কিছুটা ভাগ্যেরও দরকার আছে। আমি মনে করি না, তার সামর্থ্য নিয়ে কোনও প্রশ্ন আছে। যখন তারা ভাল না করে, সেসব খেলোয়াড় পাঁচ বা ছয় ম্যাচের মধ্যে দিয়ে যায়। আমি মনে করি, আপনি সে সব খেলোয়াড়দের সমর্থন দেন, আর সেটাই চ্যালেঞ্জিং।’

তিনি আরও বলেন, ‘দু’টি ক্ষেত্রে সৌম্য যথেষ্ট ভাল। ব্যাটিং অর্ডারে নিচের দিকে বিকল্প হতে পারেন, টপ-অর্ডারেও ব্যাট করতে পারেন তিনি। নিউজিল্যান্ডে ব্যাট করেছেন তিন নম্বরে।’

জেনুইন অলরাউন্ডারের খোঁজে ছিলেন ডোমিঙ্গোও। সেখানে মোহাম্মদ সাইফুদ্দিনকে পরীক্ষা করা হয়েছে। তবে সাইফুদ্দিনের খারাপ ফর্ম চিন্তার কারণ হয়ে আছে।

ডোমিঙ্গো বলেন, ‘আমি মনে করি আমরা এমন কাউকে খুঁজতে চাইছি যে, সাত নম্বরে ব্যাট করতে পারে। পাশাপাশি স্পিন বোলিংও বিকল্প দিতে পারে। আফিফ-মোসাদ্দেকের সাথে সৌম্যও ধারণার মধ্যে আছে। যে কেউ গেম শেষ করতে পারেন। ভালো ফিল্ডার, একটা ভালো প্যাকেজ, ব্যাট এবং বোলিং করতে পারেন।’

প্রথম ওয়ানডের বোলিং আক্রমণ বিভাগ নিয়ে সন্তুষ্ট ডোমিঙ্গো। সাকিব ফিরে আসায় বোলিং আক্রমণ শক্তিশালী হয়েছে। তাই প্রথম ওয়ানডেতে তিন পেসার খেলার কথা জানালেন ডোমিঙ্গো। তিনি বলেন, ‘আজ ম্যাচে তিন পেসার থাকছে। সাকিব ফিরেছে, রিয়াদও বল করতে পারে। তাই স্পিনে আমাদের ভালো অপশন রয়েছে।’

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি