ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

মিরাজ-মোস্তাফিজে বোলিংয়ে শুরুতেই চাপে শ্রীলঙ্কা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩০, ২৩ মে ২০২১

শুরুতেই বড় আঘাত হানল বাংলাদেশ দল। স্পিনার মেহেদী হাসান মিরাজ এবং পেসার মোস্তাফিজুর রহমানের আঘাতে দুই সেরা ব্যাটসম্যানকে হারিয়েছে শ্রীলঙ্কা।    

ইনিংসের ৫ম ওভারের শেষ বলে দলীয় ৩০ রানের মাথায় ওপেনার দানুসকা গুনাথিলাকার উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। গুনাথিলাকা ১৯ বলে করেন ২১ রান।

মিরাজ ওপেনিং জুটি ভাঙার পর দলীয় ৮ম ওভারেই অধিনায়ক তামিম ইকবাল বোলিংয়ে নিয়ে আসেন পেসার মোস্তাফিজুর রহমানকে। বোলিংয়ে এসেই উইকেট উপহার দিলেন তিনি। ওভারের চতুর্থ বলেই পাথুম নিশাঙ্কাকে আফিফ হোসেনের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন মোস্তাফিজ।

এর আগে মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর ফিফটিতে প্রথম ওয়ানডেতে লড়াইয়ের পুঁজি গড়েছে বাংলাদেশ। ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৭ রান করেছে স্বাগতিকরা।

তবে বাংলাদেশ দল রান করতে পারতো আরও বেশি। কিন্তু ডেথ ওভারে লঙ্কানদের দারুণ বোলিং আর বাংলাদেশের বাজে ব্যাটিং মিলিয়ে অন্তত ২০ রান কম হয়েছে। শেষ ১০ ওভারে বাংলাদেশ যোগ করতে পেরেছে কেবল ৬৪।

ফিনিশারের ভূমিকায় নেমে তিন চারে ২২ বলে ২৭ রান করেন আফিফ হোসেন। দুই চারে ১৩ রান করেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

অনিয়মিত অফ স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভা সবচেয়ে বেশি ভুগিয়েছেন বাংলাদেশকে। ২৩তম ওভারে পরপর দুই বলে তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুনকে ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ডেথ ওভারে ২ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে নেন মাহমুদউল্লাহর উইকেট।   

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৫০ ওভারে ২৫৭/৬ (তামিম ৫২, লিটন ০, সাকিব ১৫, মুশফিক ৮৪, মিঠুন ১, মাহমুদউল্লাহ ৫৪, আফিফ ২৭*, সাইফ ১৩*; উদানা ১০-১-৬৪-০, চামিরা ৮-০-৩৯-১, ধনাঞ্জয়া ১০-২-৪৫-৩, গুনাথিলাকা ২-০-৫-১, হাসারাঙ্গা ১০-০৪-৪৮-০, সান্দাক্যান ১০-০-৫৫-১)

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি