ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জো রুটের কাছে হেরে গেলেন বিরাট কোহলী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১০, ২৪ মে ২০২১

Ekushey Television Ltd.

বিশ্বের অন্যতম সেরা ধনী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলী। ফোর্বসের সাম্প্রতিক তালিকায় আয়ের বিচারে তিনি রয়েছেন ৬৬তম স্থানে। কিন্তু বিশ্বের ধনী অধিনায়ক কোহলী নন, ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। কিছুদিন পরেই রুট এবং কোহলী টেস্ট সিরিজে মুখোমুখি হবেন। তার আগে আয়ের বিচারে রুট হারালেন কোহলীকে।

এমনকি ইংল্যান্ডের জফ্রা আর্চারের মতো ক্রিকেটারও কোহলীর থেকে বেশি বেতন পান বোর্ড থেকে। ইংল্যান্ড বোর্ড টেস্ট এবং সীমিত ওভারের ক্রিকেটারদের জন্য আলাদা চুক্তি করে। লাল বলের ক্রিকেটাররা বছরে ৭ লাখ পাউন্ড (আনুমানিক ৭.২২ কোটি টাকা) পান। কোহলী সেখানে বোর্ডের ‘এ+’ বিভাগের তালিকাভুক্ত হয়ে বছরে ৭ কোটি টাকা পান। অর্থাৎ, অধিনায়ক হিসেবে রুটের থেকে প্রায় ২২ লাখ টাকা কম পান কোহলী।

রুট বিশ্বের যে কোনও অধিনায়কদের থেকে বেশি টাকা পান। তবে স্পনসর এবং অন্যান্য হিসেব ধরলে রুট অবশ্য কোহলীর তুলনাতেও আসবেন না। কোহলী অনেকটা এগিয়ে এসব দিক থেকে। 

তাছাড়া, ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটাররা বছরে ১ লাখ ৭০ হাজার পাউন্ড (আনুমানিক ১.৭৫ কোটি) পান। সেখানে ভারতের ‘এ’ এবং ‘বি’ তালিকাভুক্ত যারা রয়েছেন, তারা অনেকটাই বেশি পান। ‘এ’ তালিকাভুক্তরা পান বছরে ৫ কোটি। ‘বি’ তালিকাভুক্তরা পান বছরে ৩ কোটি।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি