ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দ্বিতীয় ওয়ানডের একাদশে একাধিক পরিবর্তন!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৮, ২৫ মে ২০২১ | আপডেট: ০৯:৩৯, ২৫ মে ২০২১

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করতে আজ মঙ্গলবার দুপুরে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে জিতলেও আজ টাইগারদের একাদশে রয়েছে একাধিক পরিবর্তনের সম্ভবনা। পরিবর্তন আসছে শ্রীলঙ্কা একাদশেও। সেইসঙ্গে থাকছে বৃষ্টির সম্ভাবনাও।

গত ২৩ মে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে দল জয় পেলেও ভালো করতে পারেননি ওপেনার লিটন দাস, মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেসার তাসকিন আহমেদ। টানা তিন সিরিজ ধরেই এখন পর্যন্ত ব্যর্থ হওয়া লিটনের সাথে তাই বাকি দুইজনকেও বাদ দেওয়ার আওয়াজ তুলছেন সমর্থকরা। অপরদিকে, টিম ম্যানেজমেন্ট চাচ্ছে লিটনকে আরও সুযোগ দিতে। 

তবে পরিবর্তন হতে পারে মিঠুন ও তাসকিনের জায়গায়। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক মেরে আউট হওয়া মিঠুনের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডের একাদশে দেখা যেতে পারে হার্ড হিটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসাইন সৈকতকে। অপরদিকে, শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করলেও ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি তাসকিন। সেই সাথে যোগ হয়েছে সূক্ষ্ম চোটও। ম্যাচ শুরুর শেষ মুহূর্ত পর্যন্ত তাসকিন ফিট হতে না পারলে তাকেও রাখা হতে পারে একাদশের বাইরে।

সেক্ষেত্রে তাসকিনের বদলী হিসেবে ওয়ানডে অভিষেক হতে পারে ইতোমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট খেলা বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। অন্যদিকে, প্রথম ম্যাচের শেষ দিকে এসে চোটে পড়া মুস্তাফিজও রয়েছেন চিন্তায়।

এছাড়া ঘূর্ণিঝড় ইয়াস-এর প্রভাবে বিঘ্ন ঘটতে পারে এই ম্যাচে। সোমবার দিবাগত রাতজুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে। বৃষ্টির সম্ভাবনা আছে আজ মঙ্গলবার দিনেও।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস/সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন সৈকত, আফিফ হোসাইন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।

এদিকে, প্রথম ম্যাচে হেরে আজ সিরিজ বাঁচাতে ঘুরে দাঁড়াতে মরিয়া শ্রীলঙ্কা। যে লক্ষ্যে গতকাল বিশ্রাম না করেই নিজেদের আরও প্রস্তুত করেছেন সফরকারীরা। সেইসঙ্গে আজ লঙ্কান একাদশেও আসছে পরিবর্তন। আজকের একাদশে ঢুকছেন প্রথম ম্যাচে না খেলা মারকুটে ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ: দানুশকা গুনাথিলাকা, কুসল পেরেরা (অধিনায়ক), নিরোশান ডিকওয়েলা (উইকেটরক্ষক), কুসল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকশান সান্দাকান, দুশমন্থা চামিরা।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি