ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

ইব্রাহিমোভিচ ও তার দলকে জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৭ মে ২০২১

সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচকে ৫০ হাজার ইউরো এবং তার দল এসি মিলানকে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। একটি বাজির প্রতিষ্ঠানে ইব্রাহিমোভিচ ব্যবসায়িক অংশীদার হওয়ার কারণে এই শাস্তি ঘোষণা করে  উয়েফা।

বুধবার (২৬ মে) এক বিবৃতিতে ৩৯ বছর বয়সী এই ফুটবলারের শাস্তির কথা জানায় ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

গত মাসে সুইডিশ একটি পত্রিকা খবর প্রকাশ করে, মাল্টা-ভিত্তিক বাজির প্রতিষ্ঠানের আংশিক মালিকানা আছে ইব্রাহিমোভিচের। ২০১৮ সালে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত হন তিনি।

ফিফার নিয়ম অনুযায়ী কোনো খেলোয়াড় ফুটবল ম্যাচ ও প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত বাজি, জুয়া, লটারি বা এরকম কোনো কিছুর সঙ্গে সম্পর্ক রাখতে পারবে না। 

ওই নিয়মকে কেন্দ্র করে পদক্ষেপ নেয় উয়েফা।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি