ফের লঙ্কান শিবিরে তাসকিনের হানা
প্রকাশিত : ১৫:০০, ২৮ মে ২০২১ | আপডেট: ১৫:১৭, ২৮ মে ২০২১
তিন উইকেট নেয়ার পর তাসকিনের উল্লাস
সিরিজ হেরে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আজ তৃতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করেছে শ্রীলঙ্কা। তাসকিনের জোড়া হানায় দ্বাদশ ওভারে দুই উইকেট হারালেও ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক কুশল পেরেরা। তবে তাসকিনের তৃতীয় হানায় তিন উইকেট হারিয়েছে দেড়শ রান পেরোনো শ্রীলঙ্কা।
৩০ ওভার শেষে লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ১৭০ রান। দলকে আজ একাই টানা কুশল পেরেরা ৯৫ রান নিয়ে এবং ধনাঞ্জয়া ডি সিলভা ৫ রানে ক্রিজে আছেন। তাসকিনের তৃতীয় শিকার হয়ে ফেরার আগে কুশল মেন্ডিস করেন ২২ রান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের উপর চড়াও হয়ে দ্রুত রান তুলতে থাকেন লঙ্কান দুই ওপেনার দানুসকা গুনাথিলাকা ও কুশল পেরেরা। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে বোর্ডে মাত্র ১১ ওভারেই তুলে ফেলেন ৭৯ রান।
তবে ১২তম ওভারে এসে পাঁচ বলের ব্যবধানে পটাপট দুটি উইকেট তুলে নেন আগের দুই ম্যাচেই কোনও উইকেট না পাওয়া তাসকিন আহমেদ। ৩৯ রানে সরাসরি বোল্ড হয়ে ফেরেন ৩৩ বলে পাঁচটি চার একটি ছক্কা হাঁকানো গুনাথিলাকা। আর রানের খাতাই খুলতে পারেননি পাথুম নিসাঙ্কা।
নিজের প্রথম ওভারে ১২ রান দিলেও জোড়া উইকেট নেয়া দ্বিতীয় ওভারে মাত্র ৩ রান দেন তাসকিন। যাতে নিজের ৩৯তম ম্যাচেই ৫০ উইকেট নেয়ার মাইলফলক স্পর্শ করেন দীর্ঘদেহী এই পেসার। ফলে ৮২ রানেই দুটি উইকেট হারিয়ে কিছুটা থমকে যায় সিরিজ হারা শ্রীলঙ্কা।
তবে দ্রুতগতির ফিফটি হাঁকিয়ে দলের রানের চাকাকে সচল রাখেন দলীয় অধিনায়ক পেরেরা। ৪৪তম বলেই সিঙ্গেল নিয়ে পূরণ করেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ১৫তম ফিফটি। আজ সেঞ্চুরিসহ ১২১ রান করতে পারলেই তিন হাজার রান পূর্ণ হবে ১০৪ ম্যাচ খেলা এই লঙ্কানের।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুণাথিলাকা, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা (কিপার), ধনাঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, চামিকা করুণারত্নে, বিনুরা ফার্নান্ডো, দুশমন্থা চামিরা।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (ক্যাপ্টেন), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (কিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসাইন, আফিফ হোসাইন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
এনএস/