ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

পটুয়াখালীতে অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ৫ জুন ২০২১

পটুয়াখালীতে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু কাপ ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছো কাপ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) সকাল সাড়ে ১০টায় এডভোকেট আবুল কাশেম স্টেডিয়ামে জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীরর সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন এসএম শাহাজাদা এমপি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট গোলাম সরোয়ার। 

উদ্বোধনী খেলায় পটুয়াখালী সদর উপজেলা একাদশ বালিকা মির্জাগঞ্জ একাদশ অংশগ্রহন করে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি