ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

স্মরণীয় অভিষেকের পরই নিষিদ্ধ ইংলিশ পেসার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ৭ জুন ২০২১

ওলিয়ে রবিনসন

ওলিয়ে রবিনসন

ক্ষমা চেয়েও রেহাই পেলেন না। ৮ বছর আগে টুইটারে এক বর্ণবাদী ও ‘সেক্সিস্ট’ মন্তব্যের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হলো ওলিয়ে রবিনসনকে। লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত অভিষেকের পরই তাই দল থেকে ছিটকে গেলেন এই ইংলিশ পেসার।

যদিও বর্তমানে ঘটনার তদন্ত চলছে, আর এ তদন্তের ফল না আসা পর্যন্ত নিষিদ্ধই থাকবেন রবিনসন। যে কারণে আগামী ১০ জুন থেকে শুরু হতে যাওয়া বার্মিংহাম টেস্টের দলে রাখা হচ্ছে না তাকে। দল ছেড়ে নিজ কাউন্টি সাসেক্সে যেতে বলা হয়েছে রবিনসনকে। তবে ঠিক কত দিনের জন্য নিষিদ্ধ হবেন- তা জানা যাবে তদন্তের পরই।

এর আগে ড্রয়ে শেষ হওয়া লর্ডস টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেন ২৭ বছর বয়সী রবিনসন। ব্যাট হাতে একমাত্র ইনিংসে ৪২ রান করার পথে গুরুত্বপূর্ণ জুটিও গড়েন ররি বার্নসের সঙ্গে।

মূলত বিতর্কের শুরুটা হয় গত বুধবার রবিনসনের টেস্ট অভিষেকের দিনেই। বল হাতে যখন তিনি নজরকাড়া পারফরম্যান্স করছিলেন, তখনই প্রকাশ্যে আসতে শুরু করে তার পুরনো কিছু টুইট। ২০১২ সালের এপ্রিল থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত তার সেসব টুইটে ছিল সন্ত্রাসবাদের সঙ্গে মুসলিমদের সম্পৃক্ততার ইঙ্গিত এবং এশিয়ান বংশোদ্ভূত ও নারীদের প্রতি ছিল অবমাননাকর মন্তব্য।

রবিনসনের বয়স তখন ছিল ১৮ থেকে ১৯ বছরের মধ্যে। সেই সময়টায় তিনি খেলছিলেন লিস্টারশায়ার, কেন্ট ও ইয়র্কশায়ারের দ্বিতীয় সারির দলের হয়ে। 

আর এমনই এক দিনে রবিনসনের এই মন্তব্য ছড়িয়ে পড়ল, যেদিন খেলা শুরুর আগে লিঙ্গ বৈষম্যসহ ক্রিকেটে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানায় দুই দলই। তবে খেলা চলার সময় রবিনসনকে কিছুই জানায়নি ইংলিশ টিম ম্যানেজমেন্ট। দিনের খেলা শেষে সব জেনে লিখিত ও ভিডিও বিবৃতিতে ক্ষমা চান রবিনসন। তখনই তদন্তের ঘোষণা দেয় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

রবিনসনের সেই সব মন্তব্যগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় উল্লেখ করে ইংল্যান্ড অধিনায়ক জো রুট বলেন, “ব্যাট হাতে সে ভালো অবদান রেখেছে, বল হাতে পারফরম্যান্স ছিল দারুণ। উঁচুমানের স্কিলের প্রমাণ সে রেখেছে এবং দেখিয়েছে, টেস্ট ক্রিকেটে সফল হওয়ার উপকরণ তার আছে। কিন্তু মাঠের বাইরে যা হয়েছে, আমাদের খেলায় তা গ্রহণযোগ্য নয়। আমরা সবাই তা জানি।”

“সে ড্রেসিংরুমে সরাসরিই কথা বলেছে। সংবাদমাধ্যমেও কথা বলেছে। তখন সে যথেষ্টই অনুতপ্ত ছিল। দলের ভেতর আমরা বুঝতে পেরেছি, তার সেই অনুশোচনা সত্যিই ভেতর থেকে ছিল।”- যোগ করেন তিনি।

রুটের মতে, রবিনসনের ঘটনা সবার জন্যই শিক্ষা। তিনি বলেন, “এই ঘটনা আমাদের সবার জন্যই বড় শিক্ষা যে খেলাটায় আমাদের আরও অনেক কিছু করার আছে। নিজেদের শিক্ষিত প্রমাণ করে যেতে হবে আমাদের, সবার জন্য আরও ভালো পরিবেশ গড়ে তুলতে হবে, যতটা সম্ভব ঐক্যবদ্ধ থাকতে হবে এবং অসাধারণ এই খেলাটায় সবাইকে স্বস্তির আবহ দিতে হবে। আমি ব্যক্তিগতভাবে টুইটগুলো বিশ্বাসই করতে পারিনি। বুঝতে পারছিলাম না, এসব কীভাবে নেওয়া উচিত। ওই সময়টায় যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওলিয়ে আমাদের ড্রেসিং রুমের অংশ ও তার পাশে থাকতে হতো আমাদের।”

এদিকে, টেস্ট অভিষেকের দিন খেলা শেষে ক্ষমা চেয়ে রবিনসন বলেন, “এখনও পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় দিনটিতে আমি বিব্রত, আট বছর আগের বর্ণবাদী ও সেক্সিস্ট টুইটের জন্য, যা আজকে প্রকাশ্য হয়ে ছড়িয়ে পড়েছে। আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমি বর্ণবাদী ও সেক্সিস্ট নই। নিজের কাজের জন্য আমি ভীষণভাবে অনুতপ্ত ও এমন মন্তব্যের জন্য লজ্জিত।”

ঘটনার সময় তিনি অপরিণত ছিলেন উল্লেখ করে ইংলিশ অলরাউন্ডার বলেন, “আমি অবিবেচক ও দায়িত্বজ্ঞানহীন ছিলাম এবং তখন আমার মানসিক অবস্থা যেমনই থাকুক, তা কোনো অজুহাত হতে পারে না। তবে ওই সময়ের পর আমি মানুষ হিসেবে পরিণত হয়েছি ও ওই টুইটগুলোর জন্য পুরোপুরি দুঃখপ্রকাশ করি। গত কয়েক বছরে জীবনকে নতুনভাবে গড়তে কঠোর পরিশ্রম করেছি এবং যথেষ্ট পরিণত হয়েছি বলে মনে করি।”

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি