ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাইফ-ফরহাদে দোলেশ্বরের তৃতীয় জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ৭ জুন ২০২১

সাইফ হাসান

সাইফ হাসান

Ekushey Television Ltd.

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চতুর্থ রাউন্ডের ২১তম ম্যাচে দুই বল হাতে রেখেই নাটকীয় জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সাইফ হাসানের ফিফটি ও ফরহাদ রেজার ক্যামিওতে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে দলটি।

আজ সোমবার মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান জড়ো করে শাইনপুকুর। দারুণ ছন্দে থাকা দলের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ৪৪ রান করেন মাহিদুল ইসলাম অঙ্কন। ৩২ বলের মোকাবেলায় ৩টি চার ও ২টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এছাড়া অন্যান্যদের মধ্যে সাব্বির হোসেন ১৯ বলে ৩৬, রবিউল ইসলাম রবি ৩৬ বলে ৩৪ ও তানজিদ হাসান তামিম ১৬ বলে ২৫ রান করেন। শাইনপুকুরের ইনিংসজুড়ে ছিল ১৫টি চার ও ৫টি ছক্কার মার। দোলেশ্বরের পক্ষে শামিম হোসেন পাটোয়ারি ও রেজাউর রহমান রাজা দুটি করে উইকেট শিকার করেন। একটি করে উইকেট শিকার করেন ফরহাদ রেজা ও কামরুল ইসলাম।

তবে জয়ের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ১৩ রানে প্রথম ও ২৯ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দোলেশ্বর। এরপর ফজলে মাহমুদকে অপর প্রান্তে রেখে লড়াই চালিয়ে যান সাইফ হাসান। যদিও তাকে সাজঘরে ফিরতে হয় অর্ধশতকের পরপরই। তার আগে ৩টি চার ও ৪টি ছক্কায় ৩৫ বলে ৫০ রান করেন সাইফ।

এরপরই যেন জ্বলে ওঠেন ফজলে মাহমুদ। ৩৩ বলে ৪১ রান করে আউট হওয়ার আগে মারেন ৬টি চার ও একটি ছক্কা। পরে শামিমের ১৬ বলে ২২ ও ফরহাদ রেজার ১১ বলে অপরাজিত ২৭ রানের ক্যামিওতে চড়ে ২ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দোলেশ্বর। 

ছোট কিন্তু কার্যকরী ইনিংসে দুটি করে চার ও ছক্কা হাঁকান ম্যাচসেরা ফরহাদ রেজা। শাইনপুকুরের পক্ষে মোহর শেখ ২টি এবং সুমন খান, হাসান মুরাদ ও তানভীর একটি করে উইকেট পান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি