ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে পেরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১১, ১৫ জুন ২০১৭

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে জ্যামাইকাকে ৩-১ গোলে হারিয়ে জয় পেয়েছে পেরু।
নিজেদের মাঠে ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় পেরু। ২১ মিনিটে প্রথম গোলটি করেন ফরোয়ার্ড এডিসন ফ্লোর্স। ৪৩ মিনিটে গোল করে ব্যবধ্না বাড়ান মিডফিল্ডার রেনেটো তাপিয়া। দ্বিতীয়ার্ধেও নিজেদের আক্রমণের গতি ধরে রাখে স্বাগতিকরা। ৫৮ মিনিটে ফরোয়ার্ড পাওলো গঞ্জালোজ গোল করলে ৩-০ ব্যবধানে লিড নেয় পেরু। আর ৮৬ মিনিটে জ্যামাইকার হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার জার্মেইন জনসন। শেষ পর্যন্ত আর গোল না হলে ৩-১ ব্যবধানে মাঠ ছাড়ে দুদল।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি