ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কাজানে পৌচেছে পর্তুগাল জাতীয় ফুটবল দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৫, ১৫ জুন ২০১৭

কনফেডারেশন কাপ খেলতে রাশিয়ার শহর কাজানে পৌচেছে পর্তুগাল জাতীয় ফুটবল দল।
আগামী রোববার কাজানে কনফেডারেশন কাপের ‘এ’ গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে নামবে ফার্নান্দো সান্তোসের শিষ্যরা। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ মেক্সিকো। আর একই গ্র“পে অন্য দুই দুল স্বাগতিক রাশিয়া ও নিউজিল্যান্ড। চারবারের ফিফা ব্যালন ডি’অর জয়ী ৩২ বছর বয়সী ক্রিশ্চিয়ানোই দলকে নেতৃত্ব দিবেন। স্পেনের সরকারি কৌঁসুলির দপ্তরের মতে ১৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলার ট্যাক্স ফাঁকি দেওয়া মালমা দায়ের একদিন পরই দেশ ছাড়েন তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।

 



Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি