ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সাকিব ইস্যুতে এবার দৃশ্যপটে শিশির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ১২ জুন ২০২১

সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির

সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশির

চলমান ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি আসরে শুক্রবারের ম্যাচে সাকিবের কাণ্ড নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ক্রিকেট ভক্তকুলের মাঝে। অনেকেই তো রীতিমত ধুয়ে দিচ্ছেন সাকিবকে। তবে সাকিবপত্নী উম্মে আহমেদ শিশির মনে করেন, ষড়যন্ত্রের চেষ্টা করা হচ্ছে সাকিবের বিরুদ্ধেই।

এমনিতেই আলোচনায় থাকতেই পছন্দ করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে কিছুদিন বিরতি থাকলেও শুক্রবার (১১ জুন) থেকে ফের আলোচনায় এসেছেন সাকিব। যা এবার ছড়িয়ে পড়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশী মিডিয়াতেও। এতে ক্রিকেট সংশ্লিষ্ট অধিকাংশই সাকিবের বিরুদ্ধে ক্ষিপ্ত থাকলেও বরাবরের মতো সাকিবের পক্ষেই কথা বললেন সহধর্মিণী উম্মে আহমেদ শিশির।

বিতর্কিত ওই ম্যাচ শেষে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন শিশির। যেখানে তিনি তাঁর বক্তব্য তুলে ধরেন। শিশির মনে করেন, বাকিরাও হয়তো কিছুটা ধারণা পাচ্ছেন, অন্যায়ের বিরুদ্ধে কারো তো দাঁড়ানোর সাহস রয়েছে!

সেই পোস্টে শিশির লেখেন, “গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছেন, তাদের সমর্থন দিতে দেখে সত্যিই দারুণ লাগছে। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।”

তিন সন্তানের জননী শিশিরের মতে, মূলত সাকিব এমন করে প্রতিবাদ জানিয়েছেন- আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে। তাঁর করা বলটি মুশফিকের প্যাডে আঘাত হানলেও সেই আবেদনে সাড়া দেননি আম্পায়ার। যে কারণেই ক্ষিপ্ত সাকিব অমন উদ্ভট আচরণ করেন। এ নিয়ে শিশির মনে করেন, বরাবরের মতো সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা চালানো হচ্ছে এবং মূল বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আমেরিকা প্রবাসী এই মডেল বলেন, “দুঃখজনক ব্যাপার হলো, এখানে মূল ইস্যুটি চাপা দিয়ে মিডিয়া শুধু তাঁর রাগ প্রকাশের বিষয়টি তুলে ধরেছে। এখানে আসল বিষয় হলো- আম্পায়ারদের নেওয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। শিরোনামগুলো সত্যিই দুঃখজনক। আমার কাছে মনে হয়, এটা তাঁর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কিনা দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যে কোনো পরিস্থিতিতে তাঁকে ভিলেন বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকাণ্ডের ব্যাপারে সতর্ক হোন।”

এদিকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আম্পায়ারের অভিযোগের ভিত্তিতে সাকিব আল হাসানকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিতে সুপারিশ করেছেন ম্যাচ রেফারি মোর্শেদুল আলম। সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ ঢাকার ক্লাব ক্রিকেটের নিয়ন্ত্রণকারী সংস্থা সিসিডিএম-এ জমা দিয়েছেন ম্যাচ অফিসিয়ালরা। শীঘ্রই সাকিবের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে ব্যবস্থা নিতে পারে সিসিডিএম।

এ বিষয়ে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ জানালেন, নিয়ম অনুযায়ীই হবে সব। আম্পায়ার ও ম্যাচ রেফারির প্রতিবেদনের পর আচরণবিধি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।  

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি