ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সোয়া দু’দিনেই ইনিংসে হারল উইন্ডিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৫, ১৩ জুন ২০২১

বড় জয় নিয়ে মাঠ ছাড়ছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার

বড় জয় নিয়ে মাঠ ছাড়ছেন প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার

নিজ দেশের মাটিতেই অসহায় আত্মসমর্পণ করলো ক্যারিবিয়রা। সেন্ট লুসিয়া টেস্টে ইনিংস ব্যবধানে পরাজয় বরণ করে নিল ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস ও ৬৩ রানের জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দক্ষিণ আফ্রিকা।

মাত্র আড়াই দিনে জিতে নেওয়া ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক। যিনি প্রোটিয়াদের একমাত্র ইনিংসে ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৯৭ রানে অলআউট করে ৩২২ রানের পাহাড় দাঁড় করে প্রোটিয়ারা।

দলের পক্ষে সর্বোচ্চ ১৪১ রান করেন ডি কক। ১৭০ বলের মোকাবেলায় ১২টি চার ও ৭টি ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ৬০ রান করেন এইডেন মার্করাম।

যাতে ২২৫ রানের বড় ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলিং তোপে আবারও বিপর্জয়ে পড়ে উইন্ডিজ। চার উইকেটে ৮২ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমে ম্যাচ বাঁচানো খুব কঠিন ছিল ক্যারিবীয়দের জন্য। কাগিসো রাবাদার বোলিং তোপে তা আরও কঠিন হয়ে ওঠে।

পাঁচ উইকেট পূরণ করা রাবাদার উদযাপন 

রোস্টন চেজ সর্বোচ্চ ৬২ রান করলেও শেষপর্যন্ত প্রথম সেশনেই থমকে যায় ক্রেইগ ব্রাথওয়েটরা। ৬৪ ওভার ব্যাট করে ক্যারিবীয়দের দ্বিতীয় ইনিংস থামে ১৬২ রানে। যাতে ইনিংস ও ৬৩ রানের জয় পায় দক্ষিণ আফ্রিকা।

প্রোটিয়াদের পক্ষে কাগিসো রাবাদা একাই পাঁচটি উইকেট শিকার করেন। এছাড়া এনরিখ নর্টজে তিনটি ও কেশভ মজারাজ শিকার করেন ২টি উইকেট। তবে উইকেট শূন্য থাকেন প্রথম ইনিংসে তাণ্ডব চালিয়ে পাঁচ উইকেট নেয়া লুঙ্গি এনগিদি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি