ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মধ্যরাতে কোপায় নামছেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ১৪ জুন ২০২১

সোমবার রাত ২টা থেকে শুরু হচ্ছে আর্জেন্টিনার কোপা আমেরিকা অভিযান। বিপক্ষ চিলি। এই ম্যাচে নামার আগে করোনা আতঙ্কে কাঁপছেন এল এম টেন। মাঠে নামার আগে সাংবাদিক সম্মেলনে সেটা স্বীকার করে নিয়েছেন আর্জেন্টিনার মহাতারকা।

প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই বলিভিয়া, ভেনেজুয়েলা ও কলম্বিয়া শিবিরে করোনা হানা দিয়েছিল। স্বভাবতই চিলের বিরুদ্ধে নামার আগে চিন্তায় মেসি। তিনি বলেন, “কোভিড নিয়ে গোটা দুনিয়া চিন্তিত। সেখানে আমরা কীভাবে বাদ যাই! তাই একটা ভয় তো থেকেই যাচ্ছে। তবুও আমরা যতটা সম্ভব নিজেদের আগলে রাখার চেষ্টা করব। কিন্তু সবকিছু তো আমাদের উপর নির্ভর করে থাকে না।”

বার্সেলোনার হয়ে অনেক ট্রফি জিতেছেন। তবে দেশের হয়ে এখনও সফল হননি। সেটা মেসি জানেন। তাই বললেন, “এই রোগ নিয়েই অনেক বছর বেঁচে আছি। আমিও এই রোগ সারিয়ে উঠতে চাই। দেশের হয়ে জীবনের প্রথম ট্রফি জিততে চাই। সেটা এই কোপা দিয়েই শুরু হোক। আমাদের দল পুরো তৈরি। নিজেদের সর্বস্ব উজাড় করে দেব।”

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি