ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডিপিএল সুপার লিগে খেলবে যে ৬টি দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৬, ১৮ জুন ২০২১ | আপডেট: ১০:২৭, ১৮ জুন ২০২১

মোহাম্মদ নাইম শেখ

মোহাম্মদ নাইম শেখ

Ekushey Television Ltd.

লিগ পর্বে একাদশ রাউন্ডের খেলা শেষে চূড়ান্ত হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) সুপার লিগের ছয়টি দল। চলতি আসরের সুপার লিগে কোয়ালিফাই করা দলগুলো হলো- প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, আবাহনী লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

এগারোটি রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। তারকাবহুল দলটি জিতেছে সর্বোচ্চ ৯টি ম্যাচে, হেরেছে দুটিতে। প্রাইম ব্যাংকের মতো দুটি ম্যাচে হেরেছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবও। তবে দলটির দুটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। অন্যদিকে ৮টি ম্যাচ জিতেও তিন নম্বরে জায়গা পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। কারণ, ৭ ম্যাচ জিতেও ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে দোলেশ্বর।

একাদশ রাউন্ডের শেষ ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ৭ জয় নিয়ে চতুর্থ স্থানে উঠে আসে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মোহামেডান ৬টি জয় নিয়ে রয়ে গেছে পঞ্চম স্থানে। ষষ্ঠ স্থানে থাকা শেখ জামাল ধানমন্ডি ক্লাবও জিতেছে ৬টি ম্যাচে। বাকী দল্গুলোর অবস্থা দেখে নিন পয়েন্ট টেবিলে।

একনজরে এগারো রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের চিত্র-

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি