ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পর্তুগালের ৪ গোল, তবুও জিতলো ২ গোল দেয়া জার্মানি!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৬, ২০ জুন ২০২১ | আপডেট: ০৯:৩৬, ২০ জুন ২০২১

Ekushey Television Ltd.

প্রথম ম্যাচে জোড়া গোল করে দলকে জেতালেও দ্বিতীয় ম্যাচে আর জেতাতে পারলেন না ক্রিশ্চিয়ানো রোনালদো। উল্টো নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরে ইউরোর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জার্মানির কাছে ৪-২ ব্যবধানে হেরে মাঠ ছেড়েছে পর্তুগাল।

শনিবার আলিয়াঞ্জ অ্যারিনায় জার্মানদের পক্ষে গোল করেন কাইল হাভের্টজ ও রবিন গসেন্স। বাকি দুটি গোল হয় বর্তমান চ্যাম্পিয়নদের আত্মঘাতী ভুলে। অন্যদিকে ইউরোর পর্তুগীজদের পক্ষে একটি করে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও ডিয়েগো জোটা।

মিউনিখে শুরুটা বেশ ভালোই করেছিলেন রোনালদো। দুর্দান্ত এক গোল আদায় করে দলকে এগিয়ে দেন পর্তুগীজ অধিনায়ক। তবে সব পরিকল্পনা ভেস্তে দেন দলের দুই ডিফেন্ডার রুবেল ডিয়াস ও রাফায়েল গুরেইরা। ৩৫ ও ৩৯ তম মিনিটে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুটি আত্মঘাতী গোল হজম করতে হয় পর্তুগীজদের। সেখানেই কার্যত পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধে মাঠে ফিরেই আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৫১ মিনিটে হাভের্টজ ও ৬০তম মিনিটে গসেন্স গোলে আদায় করেন। ৭ মিনিট পর জোতা গোল করে ব্যবধান কমান। যদিও তা যথেষ্ট ছিল না সফরকারীদের জন্য। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় তুলেই মাঠ ছাড়ে তিনবারের চ্যাম্পিয়নরা।

এদিকে গ্রুপের অপর ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে ১-১ গোলে রুখে দিয়েছে হাঙ্গেরি। যাতে এফ গ্রুপে দুই ম্যাচ পর এক জয় ও এক ড্রতে চার পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফ্রান্স। একটি জয় ও একটি পরাজয়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জার্মানি। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে তৃতীয় স্থানে পর্তুগাল। আর এক হার ও এক ড্র করে মাত্র ১ পয়েন্ট নিয়ে তলানিতে হাঙ্গেরি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি