ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ২৩ জুন ২০২১

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের সূচি চূড়ান্ত হয়েছে। প্রায় এক মাসের জিম্বাবুয়ে সফরে একটি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টাইগাররা। এক বিবৃতিতে সফরের সূচি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

একমাত্র টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে ৭ জুলাই। ১৬ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। পরের দু’টি ওয়ানডে ম্যাচ ১৮ ও ২০ জুলাই। এই সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

ওয়ানডে শেষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে সিরিজের তিনটি ম্যাচ।

বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফরের পূর্ণাঙ্গ সূচি (বাংলাদেশ সময় অনুযায়ী)
টেস্ট : ৭-১১ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম ওয়ানডে : ১৬ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
দ্বিতীয় ওয়ানডে : ১৮ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
তৃতীয় ওয়ানডে : ২০ জুলাই, দুপুর ১.৩০ মিনিট
প্রথম টি-টায়েন্টি : ২৩ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
দ্বিতীয় টি-টুয়েন্টি : ২৫ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
তৃতীয় টি-টুয়েন্টি : ২৭ জুলাই, বিকেল ৪.৩০ মিনিট
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি