ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এবার জরিমানা গুণলেন মাহমুদুল্লাহ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ২৫ জুন ২০২১

মাঠে বসে পড়েছেন মাহমুদুল্লাহ

মাঠে বসে পড়েছেন মাহমুদুল্লাহ

Ekushey Television Ltd.

চলমান বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের সুপার লিগ পর্বে টানা দুই ম্যাচে অসদাচরণ করায় জরিমানা গুণলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে তাকে।

লিগে টানা দুই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করেন মাহমুদুল্লাহ। লেভেল ২-এর অপরাধ করার পাশাপাশি লিগের আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি।

এ বিষয়ে ম্যাচ রেফারি রাকিবুল হাসান বলেন, ‘মাহমুদুল্লাহ মাঠে যা করেছেন তা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তার শারীরিক ভাষা ছিল অত্যন্ত খারাপ। আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে।’

২৩ জুন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ার গাজী গ্রুপের লেগ-বিফোর আউটের আবেদনে সাড়া দেননি। এতে হতাশ হন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্ষুব্ধ হয়ে  পাশের উইকেট দু’বার ঘুষি মারেন। এমনকি আম্পায়ারের সিদ্বান্ত মেনে নিতে না পেরে নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত রেখে বসেছিলেন মাহমুদুল্লাহ। আম্পায়ার তাকে খেলা শুরু করতে বললেও তাতে সাড়া দেননি তিনি। এতে দুই-তিন মিনিট ম্যাচটি বিলম্বিত হয়।

তার আগের দিন আবাহনীর বিপক্ষে ম্যাচে ১৯তম ওভারে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর প্রথম বলটি ওয়াইড দেন আম্পায়ার। এই সিদ্বান্তেও খুশি হতে পারেননি মাহমুদুল্লাহ। বাউন্ডারি লাইন থেকে রেগে আম্পায়ারের দিকে তেড়ে যান তিনি। আম্পায়ারের সাথে অসদাচরণ করতে দেখা যায় তাকে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি