ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হ্যাটট্রিক শিরোপা আবাহনীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৪, ২৭ জুন ২০২১

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ক্রিকেটে হ্যাটট্রিক শিরোপা জয় করলো আবাহনী লিমিটেড। এবারের বঙ্গবন্ধু ডিপিএল টি-টোয়েন্টি আসরের শিরোপা জিতে হ্যাটট্রিক পূরণ করলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল প্রতিষ্ঠিত আবাহনী।

শনিবার দুপুরে সুপার লিগে নিজেদের শেষ ম্যাচে আবাহনী ৮ রানে হারিয়েছে প্রাইম ব্যাংককে। এই জয়ে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবারের মতো ডিপিএলের শিরোপা জিতলো আবাহনী। ঢাকার শীর্ষ ক্লাবটির এটি ২১তম শিরোপা।

এবারের লিগে ১৬ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে শিরোপা নিশ্চিত করলো আবাহনী। সমান ১৬ খেলায় ২২ পয়েন্ট নিয়ে রানার্স-আপ হলো প্রাইম ব্যাংক।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আবাহনী। ব্যাট হাতে ইনিংস শুরু করে প্রথম বলেই উইকেট হারায় দলটি। প্রাইম ব্যাংকের পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হয়ে ফেরেন ওপেনার মোহাম্মদ নাঈম। পরের ওভারে আবাহনী শিবিরে দ্বিতীয় ধাক্কা দেন আরেক পেসার রুবেল হোসাইন। ওপেনার মুনিম শাহরিয়ারকে ৩ রানের বেশি করতে দেননি রুবেল। ফলে ১৫ রানে দুই ওপেনারকে হারায় আবাহনী।

শুরুর এই জোড়া ধাক্কাটা সামলে উঠতে দ্রুত রান তোলার চেষ্টা করেন লিটন দাস। ভালো শুরু করেও সেটি ধরে রাখতে পারেননি তিনি। ২টি চার ও ১টি ছক্কায় ১৩ বলে ১৯ রান করে ফেরেন লিটন। দলীয় ৩১ রানে লিটনের বিদায়ে আরও চাপে পড়ে আবাহনী। 

তবে এই চাপকে দারুনভাবে কাটিয়ে তোলেন নাজমুল হোসাইন শান্ত ও অধিনায়ক মোসাদ্দেক হোসেন। শুরুর দিকে সাবধানে খেলতে থাকেন তারা। তবে উইকেটে সেট হয়ে রানের চাকা সচল করেন শান্ত-মোসাদ্দেক। দলের স্কোর তিন অংকে পৌঁছে দেন তারা। 

দলীয় ১০১ রানে বিচ্ছিন্ন হন শান্ত-মোসাদ্দেক। প্রাইম ব্যাংককে ব্রেক-থ্রু এনে দেন ডানহাতি পেসার রুবেল মিয়া। ৪০ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৪৫ রান করেন শান্ত। ৬১ বলে ৭০ রান যোগ করেন শান্ত-মোসাদ্দেক। 

ইনিংসের শেষ দিকে দ্রুত রান তুলেছেন আফিফ হোসাইন ও মোহাম্মদ সাইফুদ্দিন। অন্যপ্রান্ত ধরে খেলেছেন মোসাদ্দেক। আফিফ ৭ বলে ১২ ও সাইফুদ্দিন ১৩ বলে অপরাজিত ২১ রান করেন। তার ইনিংসে ছিলো ২টি ছক্কা। 

তবে দ্রুত রান তুলতে না পারলেও ৩৯ বলে ১টি করে চার-ছক্কায় ৪০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন মোসাদ্দেক। আর এতেই ২০ ওভারে ৭ উইকেটে ১৫০ রানের চ্যালেঞ্জিং স্কোর পায় আবাহনী। প্রাইম ব্যাংকের রুবেল হোসাইন ২২ রানে ২টি উইকেট নেন।

জয়ের জন্য ১৫১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৩ ওভারের মধ্যে দুই উইকেট হারায় প্রাইম ব্যাংক। ওপেনার রনি তালুকদার ১ রানে ও অধিনায়ক এনামুল হক ১৩ রান করে আবাহনীর পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হন। 

২০ রানে ২ উইকেট হারানোর পর ম্যাচে ফেরার পরিকল্পনায় ছিলো প্রাইম ব্যাংক। কিন্তু তখনই প্রাইম ব্যাংকের মিডল-অর্ডার চেপে ধরেন আবাহনীর পেসার মেহেদি হাসান রানা ও স্পিনার আরাফাত সানি। এক পর্যায়ে ৬৬ রান তুলতেই পঞ্চম উইকেট হারায় প্রাইম ব্যাংক।

এর মাঝেও এক প্রান্ত আগলে রেখে ৪১ রানে আউট হন ওপেনার রুবেল মিয়া। এরপর টেল-এন্ডাররা কেউ ব্যাট হাতে দাঁড়াতে না পারলেও প্রাইম ব্যাংকের আশার আলো ছিলেন অলক কাপালি। ২টি করে চার-ছক্কায় দারুন ছন্দে ছিলেন তিনি। 

তবে ম্যাচ জেতাতে পারেন নি তিনি। শেষ ওভারে ১৬ রান প্রয়োজন পড়ে প্রাইম ব্যাংকের। কাপালির ব্যাটে স্বপ্ন দেখছিলো প্রাইম ব্যাংক। কিন্তু শেষ ওভারে পেসার শহিদুল ইসলামের প্রথম তিন বলে রান নিতে পারেননি কাপালি। চতুর্থ বলে ছক্কা মারলে শেষ দুই বলে ১০ রান দরকার পড়ে প্রাইম ব্যাংকের। 

কিন্তু ঐ দুই বল থেকে মাত্র ১ রান পায় প্রাইম ব্যাংক। এতেই ম্যাচ হেরে বসে তারা। ২০ ওভারে ৯ উইকেটে ১৪২ রান করে প্রাইম ব্যাংক। ১৭ বলে ২টি চার ও ৩টি ছক্কায় ১৭ বলে অপরাজিত ৩৪ রান করেন কাপালি। ৩৬ রানে নেন ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন আবাহনীর সাইফুদ্দিন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি