ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

১-০ ব্যবধানে এগিয়ে আর্জেন্টিনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩০, ৪ জুলাই ২০২১ | আপডেট: ০৮:৩১, ৪ জুলাই ২০২১

মেসি ও গোল স্কোরার রদ্রিগো ডি পল

মেসি ও গোল স্কোরার রদ্রিগো ডি পল

Ekushey Television Ltd.

চলমান কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে একটি গোল করে এগিয়ে আছে আর্জেন্টিনা। খেলার ৪০তম মিনিটে লিওনেল মেসির সহায়তায় আলবেসিলেস্তেদের এগিয়ে দেন রদ্রিগো ডি পল।

আজ রোববার সকাল ৭টায় গোইয়ানিয়ার পেদ্রো লুডোভিকো অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকে আধিপত্য বজায় রেখে খেলতে থাকে লিওনেল মেসির দল। যার ফল হিসেবে আধা ঘণ্টার মধ্যে দারুণ একটা সুযোগও পেয়ে যান মেসি। 

লাউতারো মার্টিনেজের বাড়ানো বল মাঝ মাঠের কাছে পেয়ে এক টানে গোলপোস্টের কাছাকাছি পৌঁছে গেছিলেন মেসি। তবে গোলকীপারকে ফাঁকি দিতে পারলেও দূরের পোস্টকে ফাঁকি দিতে পারেন নি মেসি। পোস্টে লেগে ফিরে আসলে তা ক্লিয়ার করেন ইকুয়েডরের খেলোয়াড়।

পরে ৪০তম মিনিটে মেসির বাড়ানো বল থেকে নিশানাভেদ করেন ইতালিয়ান দল উদিনেসের মিডফিল্ডার পল। বিরতি থেকে ফিরে আরও দুইটা সুযোগ তৈরী হলেও তা মিস করে আর্জেন্টাইনরা।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি