ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হারারেতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৯, ৭ জুলাই ২০২১ | আপডেট: ১৩:২৯, ৭ জুলাই ২০২১

৮ বছর পর জিম্বাবুয়ে সফর করছে বাংলাদেশ। তিন ফরম্যাটের এই সিরিজ শুরু একমাত্র টেস্ট দিয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতলেন অধিনায়ক মুমিনুল হক। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। 

একাদশে সাকিব-মাহমুদউল্লাহ থাকলেও নেই তামিম। হাঁটুর চোটে ভোগা তামিমকে ছাড়াই মাঠে নামছে বাংলাদেশ। তার জায়গায় সুযোগ পেয়েছেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দলে আসলেন তিনি।

সাকিবও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর দলে ফিরলেন। মাঝে শ্রীলঙ্কা সফর করেননি আইপিএল খেলতে যাওয়ায়। ১৬ মাস পর টেস্ট স্কোয়াডে সুযোগ পেয়ে মাহমুদউল্লাহও যোগ দিয়েছেন একাদশে। 

টাইগারদের টেস্ট জয়ের এটিই বড় সুযোগ! সেই সুযোগের দিকে তাকিয়ে জিম্বাবুয়েও। দেশের মাঠে ২০১৩ সালের পর থেকে টেস্ট জিততে পারেনি তারা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে জিম্বাবুয়ে নেই। তাই এটি ‘সাধারণ’ টেস্ট ম্যাচ। তবে দুই দলের কাছেই এই লড়াই অনেক গুরুত্বপূর্ণ। এখন পর্যন্ত ৯ সিরিজে ১৭ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ-জিম্বাবুয়ে। দুই দলেরই জয় সমান ৭টি করে। এই ম্যাচে যে দল জিতবে তার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ। 

আর সর্বশেষ ৫ দেখায় ৪ বারই জিতেছে বাংলাদেশ। আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ মুমিনুলদের সামনে। তবে সিরিজের হিসেবে এগিয়ে জিম্বাবুয়ে। ৯ সিরিজে সর্বোচ্চ চারবার জিতেছে জিম্বাবুয়ে; আর ৩ বার বাংলাদেশ। এবার জিততে পারলে জিম্বাবুয়েকে স্পর্শ করতে পারবে লাল সবুজের দল।

অধিনায়ক মুমিনুল হক জানান, বাংলাদেশ প্রস্তুত জিম্বাবুয়ের বিপক্ষে লড়ার জন্য। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই সেরাটা দিতে পারলে ভালো ফল হবে বলে মনে করেন তিনি।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে টেইলর বলেছেন, গতিময় ও বাউন্সি উইকেট চান তারা, মন্থর উইকেট বানিয়ে বাংলাদেশের সুবিধা দেখতে চান না।

বাংলাদেশ একাদশ
মুমিনুল হক সৌরভ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাশ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী। 

জিম্বাবুয়ে একাদশ
রেগিস চাকাভা, রয় কাইয়া, তাকুজওয়ানাশে কাইতানো, টিমিসেন মারুমা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ের্স, রিচার্ড এনগারাভা, ভিক্টর নিয়াউচি, মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেলর, ডোনাল্ড তিরিপানো।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি