ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

৩ ইউকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ৭ জুলাই ২০২১ | আপডেট: ১৬:২৪, ৭ জুলাই ২০২১

হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেই বড়সড় ধাক্কা খেয়েছে টাইগাররা। লাঞ্চ বিরতির আগে ৭০ রান তুলতেই ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।  এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক মুমিনুল।

৮ রানে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। সাইফ ০ ও শান্ত ২ রানে আউট হলে সাদমানকে নিয়ে হাল ধরেন মুমিনুল। তবে নিজের ইনিংস বড় করতে পারেননি ওপেনার সাদমান। বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভারের ফুল লেন্থ বল জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন ২৩ রান করা সাদমান। 

৬৪ বলে ৪ বাউন্ডারিতে নিজের ইনিংস সাজান সাদমান। মুমিনুল ও সাদমানের জুটিতে এসেছিল ৬০ রান।  

হারারে টেস্ট স্বপ্নের মতো শুরু করে জিম্বাবুয়ে। প্রথম ঘণ্টায় দ্যুতিময় বোলিংয়ে ২ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। ওপেনার সাইফ হাসানকে বোল্ড করে শূন্য রানে সাজঘরে ফেরান পেসার ব্লেসিং মুজারাবানি। 

পঞ্চম ওভারে মুজারাবানির শিকার নাজমুল হোসেন শান্ত। ডানহাতি পেসারের বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দেন ২ রান করা শান্ত। এরপর কিছুটা লড়াই করতে দেখা যায় সাদমান ও মুমিনুলকে। তবে ২৩ সাদমান আউট হলে মুমিনুলের সঙ্গী হন মুশফিক।

অধিনায়ক মুমিনুল ৫২ বলের মোকাবেলায় ছয় চারে ৩২ ও মুশফিকুর রহিম ১ রানে আছেন অপরাজিত।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি