ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের ১-০তে এগিয়ে ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৮, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৫:৪৭, ২২ জুন ২০১৭

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে গেল ইংল্যান্ড।
সাউদাম্পটনের রোজ বোলে টস জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। সর্বোচ্চ ৬৫ রানে অপরাজিত থাকেন এবি ডি ভিলিয়ার্স। ৫৮ বলের মোকাবেলায় ২ ছক্কা আর ৪ বাউন্ডারির দুর্দান্ত ইনিংস খেলেন এই অধিনায়ক। এছাড়া, বেহারডিন অপরাজিত থাকেন ৬৪ রানে। জবাবে ১৪ ওভার ৩ বলে ১ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ওপেনার জেসন আউট হন ২৮ রানে। বেয়ারস্টোর ৬০ ও হেলসের ৪৭ অপরাজিত রানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি