ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার পাকিস্তানের রেকর্ড ছোঁয়ার মিশনে নামছে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ২০ জুলাই ২০২১

আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে দুই দল

আজ দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে দুই দল

কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে একটানা সবথেকে বেশি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড রয়েছে পাকিস্তানের। চির প্রতিদ্বন্দ্বীদের সেই রেকর্ড ছোঁয়ার মিশনে এবার নাম লেখাতে চলেছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে টানা ৯টি ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে শিখর ধাওয়ানের দল।

নিজেদের দেশে হোক বা শ্রীলঙ্কার মাটিতে, দ্বীপরাষ্ট্রটির বিপক্ষে ভারতের ওয়ানডে রেকর্ড যারপরনাই ভালো। কলম্বোয় চলতি সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে দাপুটে জয়ের সুবাদে শ্রীলঙ্কার বিপক্ষে সার্বিকভাবে ভারতের জয়-পরাজয়ের হিসাবটা দাঁড়িয়েছে ৯২-৫৬।

শ্রীলঙ্কার মাটিতে ভারত শ্রীলঙ্কাকে হারিয়েছে ২৯টি ম্যাচে। হেরেছে ২৭টি ম্যাচ। এবার শিখর ধাওয়ানের নেতৃত্বাধীন ভারতীয় দল দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজ জয় নিশ্চিত করতে পারলেই শ্রীলঙ্কার বিরুদ্ধে অনবদ্য এক নজির গড়বে টিম ইন্ডিয়া।

ভারত এ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে সবথেকে বেশি ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকেই। আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে জয় নিশ্চিত করলেই শ্রীলঙ্কার বিপক্ষে টানা ৯টি ওয়ানডে সিরিজে জয় তুলে নেবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

এক নজরে টানা সিরিজ জয়ের রেকর্ডসমূহ

  • কোনও একটি প্রতিপক্ষের বিরুদ্ধে একটানা সবথেকে বেশি ওয়ানডে সিরিজ জয়ের রেকর্ড রয়েছে পাকিস্তানের। তারা ১৯৯৬ থেকে ২০২০ সাল পর্যন্ত জিম্বাবুয়েকে টানা ১১টি ওয়ানডে সিরিজে পরাজিত করে এই রেকর্ড গড়েছে।

  • ২০০৭ থেকে ২০১৯ পর্যন্ত ভারত একটানা ১০টি ওয়ানডে সিরিজে হারিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।

  • দক্ষিণ আফ্রিকা ১৯৯৫ থেকে ২০১৮ সালের মধ্যে জিম্বাবুয়েকে টানা ৯টি ওয়ানডে সিরিজে হারিয়েছে।

  • ১৯৯৯ থেকে ২০১৭ পর্যন্ত পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে টানা ৯টি একদিনের সিরিজে।

  • ২০০৭ থেকে চলতি সিরিজের আগে পর্যন্ত ভারত টানা ৮টি ওয়ানডে সিরিজ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি