অলিখিত ফাইনালেও নেই লিটন-মুস্তাফিজ
প্রকাশিত : ১২:৩৭, ২৫ জুলাই ২০২১
মুস্তাফিজুর রহমান ও লিটন দাস
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে হারারেতে আজ স্বাগতিক জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করায় শেষ ম্যাচটি পাচ্ছে শিরোপা নির্ধারণী ফাইনালের মর্যাদা। যে ফাইনালে সফরকারী দল পাচ্ছে না সেরা বোলার মুস্তাফিজ ও ফর্মে থাকা লিটনকে।
সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। তবে ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় ম্যাচে বরণ করে ২৩ রানের পরাজয়। সফরের একমাত্র পরাজয়ে বাংলাদেশ এখন সিরিজ হারের শঙ্কায়। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে তাই জয়ের কোনও বিকল্প নেই টাইগারদের।
চোটের কারণে ওপেনার লিটন দাস ও পেসার মুস্তাফিজুর রহমানকে এই ম্যাচেও পাচ্ছে না বাংলাদেশ। এছাড়াও পিতৃবিয়োগে দেশে ফিরে এসেছেন স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। স্কোয়াডে আর যে কয়জন খেলোয়াড় ফিট রয়েছেন, তাদের মধ্য থেকে শেষ ম্যাচে সংযোজন-বিয়োজনের সম্ভাবনা নেই বললেই চলে। তাই তৃতীয় ম্যাচের একাদশেও নেই কোনও পরিবর্তন আসার সম্ভাবনা।
অন্যদিকে, জয়ের ছন্দ ধরে রাখতে এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামার সম্ভাবনা রয়েছে জিম্বাবুয়েরও। সিকান্দার রাজার নেতৃত্বাধীন দলটি বাংলাদেশের সিরিজ জয়ের হ্যাটট্রিক ঠেকাতে রীতিমত মরিয়া। হারারের স্পোর্টস ক্লাব মাঠে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায়।
একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
জিম্বাবুয়ে: ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লুক জংওয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।
বাংলাদেশ: মোহাম্মাদ নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসাইন পাটোয়ারি, আফিফ হোসাইন ধ্রুব, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
এনএস//