ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জয়ের ক্ষুধা থেকেই আগ্রাসী ব্যাটিং

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ২৬ জুলাই ২০২১

ট্রফি হাতে বিশ্বসেরা অলরাউন্ডার শাকিবের সঙ্গে তরুণ তুর্কি শামিম হোসাইন

ট্রফি হাতে বিশ্বসেরা অলরাউন্ডার শাকিবের সঙ্গে তরুণ তুর্কি শামিম হোসাইন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামিম পাটোয়ারি যখন ব্যাটিংয়ে নেমেছিলেন তার আগেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষের দিকে তাই প্রত্যাশিত ঝড় তুলেও দলকে জেতাতে পারেননি লিটল মাস্টার। বৃথা গিয়েছিল তাঁর ১৩ বলে ২৯ রানের ছোট্ট ঝড়।

তবে তৃতীয় তথা ফাইনাল ম্যাচে যখন তিনি ব্যাটিংয়ে নামেন তখন দলের প্রয়োজন ছিল ২৬ বলে ৪৪ রান। প্রতিপক্ষ যেই হোক না কেন, নি:সন্দেহে এটা এক কঠিন চ্যালেঞ্জ। তার ওপর আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা শামিমের জন্য চ্যালেঞ্জটা ছিল আরও বড়। 

তবে এদিন আর বৃথা যেতে দেননি এই ব্যাটসম্যান। আগ্রাসী ব্যাটিংয়ে সময়ের দাবি মিটিয়েছেন এই বাঁহাতি। ঝড় তুলে মাত্র ১৫ বলে ৩১ রানের ক্যারিয়ার সেরা দুর্দান্ত ইনিংস খেলে ঠাণ্ডা মাথায় দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই তরুণ।

ম্যাচ শেষে বিসিবির দেয়া এক ভিডিও বার্তায় এই ব্যাটসম্যান জানিয়েছেন, তাঁর মধ্যে ম্যাচ শেষ করার একটা ক্ষুধা ছিল। যে ক্ষুধা তৈরি হয়েছিল আগের ম্যাচের পরাজয়ে। তাই আজ ম্যাচ শেষ করতে পেরে দারুণ খুশি লিটল মাস্টার।

শামিম হোসাইন বলেন, ‘আল্লাহর রহমতে ভালো লাগছে যে গত ম্যাচটা আমি শেষ করতে পারি নাই। আমার মধ্যে একটা ক্ষুধা ছিল, আমি যদি পরের ম্যাচে সুযোগ পাই তাহলে ম্যাচ শেষ করার। আমি শেষ করতে পেরেছি। অনেক ভালো লাগছে। এই সিরিজ দিয়ে অভিষেক হয়েছে। আমরা সিরিজ জিতেছি। যা আমার জন্যও যেমন ভালো হয়েছে, তেমনি দলের জন্যও।’

অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে শামিমের ৩৭ রানের জুটিতেই ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় বাংলাদেশ। সিনিয়র পার্টনার রিয়াদ তখন তাকে পরামর্শ দিয়েছিলেন ওভারে অন্তত দশ রান করে নিতে। সেই পরামর্শ মতো ব্যাটিং করেই জয় ছিনিয়ে নিয়ে তবেই মাঠ ছাড়েন ২১ বছর (২০ বছর ১১ মাস) বয়সী এই তরুণ।

তবে দুর্দান্ত ব্যাটিংয়ে দলকে জেতালেও শামিমের কাছে আন্তর্জাতিক ক্রিকেট কঠিনই মনে হচ্ছে। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, প্রসেস মেইনটেইন করে খেলেই সফল হয়েছেন তিনি।

পাঁচ ফুট চার ইঞ্চি উচ্চতার এই তরুণ উদীয়মান বলেন, ‘রিয়াদ ভাই আমাকে বলেছিল ওভারে দশ রান আসলেই হয়ে যাবে। আমিও আমার প্রসেস মেইনটেইন করে খেলেছি। আন্তর্জাতিক ক্রিকেট আসলে অনেক কঠিন। এতো দিন অনূর্ধ্ব-১৯ দলে খেলেছি। ঢাকা প্রিমিয়ার ডিভিশন খেলেছি, সেসবের থেকে অনেক আলাদা আন্তর্জাতিক ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটে খারাপ বল কম পাওয়া যায়। প্রায় সময়েই ভালো বল আসে। আর ভালো বলগুলোতেই হিট করতে হয়, বাউন্ডারি মারতে হয়। প্রসেস মেইনটেইন করে খেলতে হয়।’

আর সেই প্রসেস মেইনটেইন করে খেলেই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। যদিও ম্যাচে দারুণ ফিফটিসহ দুটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার, সঙ্গে সিরিজ সেরাও। তবে ম্যাচের মূল ফোকাসটা নিজের দিকেই কেড়ে নিয়েছেন তরুণ তুর্কি শামীম হোসাইন পাটোয়ারী।

মাত্র দুটি ম্যাচ খেলেই করলেন বাজিমাত, ৬০ গড়ে ২১৪.৩ স্ট্রাইক রেটে মোট ৬০ রানই করেছেন টাইগার এই লিটলমাস্টার। ঘরোয়া ক্রিকেটেও তার স্ট্রাইক রেটে দেড়শর ওপরে। এই দুই ম্যাচে ৯টি চারের সঙ্গে ছক্কা হাঁকিয়েছেন ২টি এবং ক্যাচ নিয়েছেন একটি, দুর্দান্ত সে ক্যাচটিই তাকে শামিল করেছে বড় বড় তারকাদের কাতারে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি