ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অনুশলীন শুরু করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪২, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৫, ২৪ জুন ২০১৭

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশলীন শুরু করেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট দল।
বর্তমানে ক্রিকেটাররা নিজেদের মত করে ঝালিয়ে নিচ্ছেন। এরপর অস্ট্রেলিয়ার নর্দান টেরিটরি ডারউইনে ১০ আগস্ট থেকে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে অজিরা। মারারা ক্রিকেট গ্রাউন্ডের এই ক্যাম্পে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিংয়ে শেষ মুহুর্তের প্রস্ততি সারবে তারা। প্রস্ততির অংশ হিসেবে ১৪ আগস্ট থেকে নিজেদের মধ্যে তিন দিনের একটা ম্যাচ খেলবেন স্মিথ-ওয়ার্নাররা। গত ফেব্রুয়ারিতে ভারত সফরের আগে দুবাইয়ে এমন অনুশীলন ক্যাম্প করেছিল অস্ট্রেলিয়া। ১৮ আগস্ট ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া দলের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি