ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজের প্রথমটি পরিত্যক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৪, ২৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৩, ২৪ জুন ২০১৭

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।
পোর্ট অব স্পেনে প্রথমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। আগে ব্যাটিংয়ে নেমে ৩৯ দশমিক ২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৯ রান করে টিম ইন্ডিয়া। দলের ওপেনার আজিঙ্কা রাহানে ও শিখর ধাওয়ানের জুটিতে আসে ১৩২ রান। ধাওয়ান ৯২ বলে ৮৭ ও রাহানে আউট হন ৬২ রানে। আর বিরাট কোহলি ৩২ এবং ধোনি অপরাজিত থাকেন ৯ রানে। বৃষ্টির পর ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৪ রান। তবে, আবারো বৃষ্টি নামলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি