ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বৃষ্টিতে ভেসে গেল পাকিস্তান-উইন্ডিজের তৃতীয় ম্যাচটিও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৪, ২ আগস্ট ২০২১

বৃষ্টির পানি জমে থাকা গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম

বৃষ্টির পানি জমে থাকা গায়ানার প্রভিডেন্স স্টেডিয়াম

খেলা শুরু হওয়ার পর সবেমাত্র এক ওভার শেষ হয়েছে। তাতেই এক ছক্কার মারে ৯ রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ওভার শুরু হতেই নামে বৃষ্টি, তবুও গড়ায় দুটি বল। তা থেকেই একটি ছক্কা আদায় করে নেন আন্দ্রে ফ্লেচার। এরপরই সবাইকে মাঠ ছাড়ার নির্দেশ দেন আম্পায়ার।

শেষ পর্যন্ত ওই বৃষ্টিতেই ভেসে যায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে অনুষ্ঠিত ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি। আর এ নিয়ে সিরিজের চারটি ম্যাচের মধ্যে দুটিই ভেসে গেল বৃষ্টির পানিতে। তাই এখন কেবল একটি ম্যাচই বাকি রয়েছে খেলার জন্য। তবে দ্বিতীয় ম্যাচটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী পাকিস্তান।

রোববার যে আটটি ডেলিভারি মাঠে গড়ায়, তার ছয়টি বল থেকে দুটি ছক্কা মারার সুযোগ পেয়েছিলেন আগের দিন প্রথম ওভারেই সাজঘরে ফেরা আন্দ্রে ফ্লেচার। তার ঘাতক মোহাম্মদ হাফিজ এদিনও এসেছিলেন প্রথম ওভারেই, তবে এবার আর সফলতা পান নি এই স্পিনার, বরং উল্টো ছক্কা খেয়ে বসেন সেই ফ্লেচারের হাতেই। আর ওপর ছক্কাটি আসে মোহাম্মদ ওয়াসিমের করা দুটি বলের দ্বিতীয়টি থেকে।

এরপর একটানা দেড় ঘণ্টা ঝরার পর বৃষ্টি থেমে যায় এবং পাঁচ বা ছয় ওভার খেলা হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হওয়ার সাথে সাথেই কভারগুলো সরিয়ে ফেলা হয়। কিন্তু ওই সময় মাঠ পরিদর্শনে নেমে খেলার হওয়ার কোনো সম্ভাবনাই দেখেন নি দুই ম্যাচ অফিসিয়ালরা। কেননা, মাঠের একটি অংশ যে তখনও অপেক্ষাকৃত ভেজা।

সফরে টি-টোয়েন্টি সিরিজটি নির্ধারিত ছিল মূলত পাঁচ ম্যাচের, যার প্রথমটি কাটা যায় কোভিড-১৯ হানা দেয়ার কারণে। আর গত ২৮ জুলাই দ্বিতীয় ম্যাচটি ভেসে যাওয়ার পর রোববার চতুর্থ ম্যাচটিও পণ্ড হলো বৃষ্টিতে। আগামীকাল মঙ্গলবার একই মাঠে পঞ্চম তথা শেষ খেলায় নামবে দুদল। এর আগে শনিবার দ্বিতীয় টি-টোয়েন্টি ৭ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি