ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন ওয়েড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২ আগস্ট ২০২১

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দেবেন ম্যাথু ওয়েড। নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ ওয়েস্ট ইন্ডিজে সিরিজে চোট পেয়ে ছিটকে যান দল থেকে। সিরিজ শুরুর এক দিন আগে অধিনায়কের নাম ঘোষণা করে টিম অস্ট্রেলিয়া।

আগামীকাল মঙ্গলবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে টাইগারদের বিপক্ষে মাঠে নামবে অজিরা।

ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরের জন্য টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করা হয়েছিল ওয়েডকে। ফিঞ্চের অনুপস্থিতিতে তারই নেতৃত্বে আসার কথা। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজে নেতৃত্ব দিয়ে দারুণ প্রশংসা অর্জন করেন কিপার ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারি। 

তাই বাংলাদেশ সিরিজে কে অধিনায়কত্ব করবেন, এটা নিয়ে সংশয় অজি ক্রিকেটাররা। শেষ পর্যন্ত সোমবার ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করল, ওয়েডই দেবেন দলের নেতৃত্ব।

উল্লেখ্য, ফিঞ্চের অনুপস্থিতিতেই গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন ওয়েড। সিডনিতে অনুষ্ঠিত সেই ম্যাচে ব্যাট হাতে ৩২ বলে ৫৮ রানের ইনিংসও খেলেছিলেন তিনি। কিন্তু হেরে গিয়েছিল তার দল।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি