ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বৃষ্টি শঙ্কায় প্রথম টি-টোয়েন্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১১, ২ আগস্ট ২০২১

অনুশীলনে টিম বাংলাদেশ

অনুশীলনে টিম বাংলাদেশ

Ekushey Television Ltd.

সফরকারী অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ দলের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে মঙ্গলবার (৩ আগস্ট)। তার আগেই অবশ্য টাইগারদের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সংক্ষিপ্ত এ ফরম্যাটে অজিদের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। ঝটিকা এই সফরে একগাদা শর্ত দিয়েই ঢাকায় পা রাখে ম্যাথিউ ওয়েড-মিচেল স্টার্করা। তবে সবকিছু ছাপিয়ে আলোচিত সিরিজটি এখন বৃষ্টি শঙ্কায়।

আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় থাকায় এর প্রভাবে ঢাকা বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও টি-স্পোর্টস। তবে, আবহাওয়ার পূর্বাভাস অ্যাপ অ্যাকুয়েদার জানাচ্ছে, ম্যাচের দিন সকালে বৃষ্টি হবে। এমনকি ম্যাচ চলাকালীন আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনাও রয়েছে।

এর আগে গত রাতেই ঘটা করে এই সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটিতে ফিরেছেন মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

অন্যদিকে অস্ট্রেলিয়ার দলের অধিনায়কের ভূমিকায় দেখা যাবে ম্যাথিউ ওয়েডকে। চোটের কারণে ছিটকে গেছেন পেসার রাইলি মেরেডিথ। সুযোগ পেয়েয়েছে রিজার্ভে থাকা আরেক পেসার নাথান এলিস।

অস্ট্রেলিয়া দল
ম্যাথিউ ওয়েড (অধিনায়ক), অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহরেনডর্ফ, অ্যালেক্স ক্যারে, ড্যান ক্রিশ্চিয়ান, জশ হ্যাজলউড, ময়সেস হেনরিকস, মিচেল মার্শ, বেন ম্যাকডরম্যাট, জশ ফিলিপে, মিচেল স্টার্ক, মিচেল সোয়াপসন, অ্যাশটন টার্নার, অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও নাথান এলিস।

বাংলাদেশ দল
সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (কিপার), আফিফ হোসাইন ধ্রুব, শামীম হোসাইন পাটোয়ারি, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসাইন সৈকত ও রুবেল হোসাইন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি