ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সেরা একাদশ নিয়েই নামছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ৩ আগস্ট ২০২১

সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বহুল প্রতীক্ষিত টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াচ্ছে আজ মঙ্গলবার। ‘হোম অব ক্রিকেট’ মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের উদ্বোধনী ম্যাচটি শুরু হচ্ছে সন্ধ্যা ৬টায়। যে ম্যাচে সেরা একাদশ নিয়েই নামছে টাইগাররা।

যদিও ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স সমীহ জাগানিয়া। তবে পাঁচ ম্যাচের এই সিরিজটি বিশ্বকাপ প্রস্তুতির পাশাপাশি যাচাই হবে জিম্বাবুয়ে জয় করে আসা টাইগারদের শক্তিমত্তাও। কেননা, টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের উত্থানের গ্রাফ আশাব্যঞ্জক নয়। অস্ট্রেলিয়ার মতো বড় প্রতিপক্ষের বিরুদ্ধে খেলে নিজেদের সামর্থ্য প্রমাণের মোক্ষম সুযোগ তাই মাহমুদউল্লাহ রিয়াদদের সামনে।

এদিকে, গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে স্পিন বান্ধব উইকেট দিয়ে ফায়দা আদায়ের সুযোগ থাকলেও খোদ বাংলাদেশই এই সিরিজে চাইছে স্পোর্টিং উইকেট। তাই প্রথম ম্যাচে অন্তত স্পিন বান্ধব উইকেট থাকার সম্ভাবনা ক্ষীণ। শঙ্কার ব্যাপার অবশ্য চলমান আবহাওয়া। বর্ষা মৌসুম হওয়ায় বৃষ্টির শঙ্কা উড়িয়ে দেয়ার সুযোগ নেই। আবহাওয়ার পূর্বাভাসও বলছে, মিরপুরে সন্ধ্যা নাগাদ বৃষ্টি হতে পারে। যদিও বিকেলের পরিবেশটা একেবারেই ঝকঝকা।

তবে বৃষ্টির পূর্বাভাস ম্যাচ পণ্ড করে দেয়ার মতো নয়। ফলে দুই দলই পেতে পারে ফলাফল নিজেদের পক্ষে বের করে আনার সুযোগ। 

অন্যদিকে, নানা কারণে দুই দলেই নেই বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। তবে বহুল আকাঙ্ক্ষিত লড়াই শুরুর দিনে নিজেদের সম্ভাব্য সেরা দল নিয়েই খেলতে নামবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
অস্ট্রেলিয়া: জশ ফিলিপে, বেন ম্যাকডারমট, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারে/মোইজেস হেনরিকস, ম্যাথিউ ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যাশটন টার্নার, ড্যান ক্রিশ্চিয়ান, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

বাংলাদেশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসাইন, শামীম হোসাইন, শেখ মাহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি